ব্লকে দুই কোম্পানির বিশাল লেনদেন

- আপডেট: ০৪:২৫:২৭ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
- / ১০৫০৭ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (১ জানুয়ারি) ব্লক মার্কেটে বিশাল লেনদেন করেছে দুই কোম্পানি। আজ ব্লকে ৫৮টি কোম্পানির মোট ৩০ কোটি ৯৩ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা দুই কোম্পানির মধ্যে রয়েছে- আইপিডিসি ফাইন্যান্স এবং বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি। আজ এই দুই কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৭০ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৪১.০৫ শতাংশ।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন করে শীর্ষে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। এদিন কোম্পানিটির ৮ কোটি ৬৫ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি ব্লকের লেনদেনর দ্বিতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির ৪ কোটি ৪ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আরও পড়ুন: বিনিয়োগকারীদের অনাগ্রহের শীর্ষে ইমাম বাটনের শেয়ার
অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- একমি পেস্টিসাইডের ১ কোটি ৯৫ লাখ ২১ হাজার, এমারেল্ড অয়েলের ১ কোটি ৩৪ লাখ ৩ হাজার, ওরিয়ন ফার্মার ১ কোটি ২৪ লাখ ১৫ হাজার, আলহাজ টেক্সটাইল ১ কোটি ২২ লাখ ২৬, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১ কোটি ৬ লাখ ৭৩ হাজার, যমুনা ব্যাংকের ৮৩ লাখ ৬০ হাজার, আইএফআইএল ইসলামীক মিউচুয়াল ফান্ড-১’র ৭৫ লাখ ১৫ হাজার এবং সোনালী আঁশের ৫৯ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা/কেএ