ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন

- আপডেট: ০৪:২৫:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
- / ১০৩৭২ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৫ ডিসেম্বর) ব্লক মার্কেটে ২০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৬ কোটি ৫৬ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
প্রতিষ্ঠানগুলো হলো- ওরিয়ন ইনফিউশন, এক্সপ্রেস ইন্সুরেন্স, রেনাটা লিমিটেড, লাভেলো আইসক্রিম এবং ঢাকা ডাইং এন্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৭৭ লাখ টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের। এদিন কোম্পানিটির ৭ কোটি ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আরও পড়ুন: লুজারের শীর্ষে ড্রাগণ সোয়েটার
এক্সপ্রেস ইন্সুরেন্সের ৩ কোটি ৯৬ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ১ কোটি ৩৩ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে রেনাটা লিমিটেড।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- লাভেলো আইসক্রিমের ৮২ লাখ ২ হাজার টাকা এবং ঢাকা ডাইং এন্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ৬৫ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা/এসএইচ