ব্লক মার্কেটে সাড়ে ১৬ কোটি টাকার লেনদেন

- আপডেট: ০৪:৩৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
- / ১০৪২৮ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (০৩ ডিসেম্বর) ব্লক মার্কেটে ৪৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ১৬ কোটি ৭০ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
রোববার ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে ফাইন ফুডস। আজ এ কোম্পানিটির মোট ২ কোটি ৯৯ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আরও পড়ুন: সূচকের উত্থানেও কমেছে লেনদেন
অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- একমি পেস্টিসাইডসের ২ কোটি ৪৭ লাখ ৮৩ হাজার, স্কয়ার ফার্মার ১ কোটি ৯৭ লাখ ৩৫ হাজার, পাওয়ার গ্রীডের ১ কোটি ৮১ লাখ ৭২ হাজার, এডিএন টেলিকমের ১ কোটি ৩২ লাখ ৪৭ হাজার, আলহাজ টেক্সটাইলের ৫৮ লাখ ২৪ হাজার, সিএন্ডএ টেক্সটাইলের ৪২ লাখ ৯ হাজার, ব্রাক ব্যাংকের ৩৫ লাখ, খান ব্রাদার্সের ৩৩ লাখ ৫ হাজার এবং একমি ল্যাবরটরিজের ৩১ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা/এসএ