০২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনে ইন্টারনেট শেয়ার করবেন যেভাবে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৩৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
  • / ১০৪০৪ বার দেখা হয়েছে

ব্লুটুথের মাধ্যমে ফাইল বা ছবি আদান-প্রদান করেন অনেকে। তবে বর্তমানে ব্লুটুথ সবচেয়ে বেশি ব্যবহার হয় মোবাইলের সঙ্গে ওয়্যারলেস ইয়ারফোন যুক্ত করার জন্য। এই ব্লুটুথ প্রযুক্তি কাজে লাগিয়ে চাইলেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনে ওয়াই-ফাই হাব তৈরি করে অন্য ফোনে ইন্টারনেট শেয়ার করা যায়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

চলুন জেনে নেয়া যাক ফোন টু ফোন ইন্টারনেট শেয়ারের পদ্ধতি:

স্মার্টফোনে ব্লুটুথের মাধ্যমে ইন্টারনেট শেয়ার করার জন্য প্রথমে ‘সেটিংস’ অপশনে যেতে হবে। এরপর কানেকশনস নির্বাচন করে পরের পৃষ্ঠায় ‘মোবাইল হটস্পট অ্যান্ড টেথারিং’ অপশনে ক্লিক করতে হবে।

এবার ব্লুটুথ টেথারিং অপশনের পাশে থাকা টগলটি চালু করে অন্য যে ফোনটিতে ইন্টারনেট শেয়ার করতে হবে, সেটির ব্লুটুথ অপশনে প্রবেশ করতে হবে। এরপর ‘অ্যাভেইলেবল ডিভাইস’ অপশন থেকে হটস্পট চালু করা ফোনের নাম নির্বাচন করে পেয়ার করতে হবে। পেয়ার হয়ে গেলে ডিভাইসের নাম ট্যাপ করে পরের পৃষ্ঠায় থাকা ইন্টারনেট অ্যাকসেস টগলটি চালু করতে হবে।

আরও পড়ুন: এত কম দামে আইফোন!

মোবাইলে ব্লুটুথ টেথারিং চালু করা: সেটিংস এ যান। কানেকশনস বা নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট (ফোনের মডেল অনুযায়ী ভিন্ন হতে পারে) অপশনে যান। এরপর ‘মোবাইল হটস্পট অ্যান্ড টেথারিং’ অপশনে যান। সেখানে ব্লুটুথ টেথারিং অপশনটি চালু করুন।

অন্য ডিভাইসে ব্লুটুথের মাধ্যমে ইন্টারনেট শেয়ার করা: আপনার অন্য ডিভাইসটিতে ব্লুটুথ চালু করুন। ফোন এবং অন্য ডিভাইসটি ব্লুটুথের মাধ্যমে পেয়ার করুন। পেয়ার হয়ে গেলে, অন্য ডিভাইসের ব্লুটুথ সেটিংসে যান এবং পেয়ারড ডিভাইস থেকে ইন্টারনেট এক্সেস বা ইউস ফর ইন্টারনেট অপশনটি চালু করুন।

এভাবে ব্লুটুথের মাধ্যমে মোবাইল থেকে অন্য ডিভাইসে ইন্টারনেট শেয়ার করা যাবে। তবে মনে রাখবেন, ব্লুটুথের মাধ্যমে ইন্টারনেট শেয়ারিংয়ের স্পিড ও রেঞ্জ ওয়াইফাই টেথারিংয়ের তুলনায় কম হয়ে থাকে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনে ইন্টারনেট শেয়ার করবেন যেভাবে

আপডেট: ১০:৩৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪

ব্লুটুথের মাধ্যমে ফাইল বা ছবি আদান-প্রদান করেন অনেকে। তবে বর্তমানে ব্লুটুথ সবচেয়ে বেশি ব্যবহার হয় মোবাইলের সঙ্গে ওয়্যারলেস ইয়ারফোন যুক্ত করার জন্য। এই ব্লুটুথ প্রযুক্তি কাজে লাগিয়ে চাইলেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনে ওয়াই-ফাই হাব তৈরি করে অন্য ফোনে ইন্টারনেট শেয়ার করা যায়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

চলুন জেনে নেয়া যাক ফোন টু ফোন ইন্টারনেট শেয়ারের পদ্ধতি:

স্মার্টফোনে ব্লুটুথের মাধ্যমে ইন্টারনেট শেয়ার করার জন্য প্রথমে ‘সেটিংস’ অপশনে যেতে হবে। এরপর কানেকশনস নির্বাচন করে পরের পৃষ্ঠায় ‘মোবাইল হটস্পট অ্যান্ড টেথারিং’ অপশনে ক্লিক করতে হবে।

এবার ব্লুটুথ টেথারিং অপশনের পাশে থাকা টগলটি চালু করে অন্য যে ফোনটিতে ইন্টারনেট শেয়ার করতে হবে, সেটির ব্লুটুথ অপশনে প্রবেশ করতে হবে। এরপর ‘অ্যাভেইলেবল ডিভাইস’ অপশন থেকে হটস্পট চালু করা ফোনের নাম নির্বাচন করে পেয়ার করতে হবে। পেয়ার হয়ে গেলে ডিভাইসের নাম ট্যাপ করে পরের পৃষ্ঠায় থাকা ইন্টারনেট অ্যাকসেস টগলটি চালু করতে হবে।

আরও পড়ুন: এত কম দামে আইফোন!

মোবাইলে ব্লুটুথ টেথারিং চালু করা: সেটিংস এ যান। কানেকশনস বা নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট (ফোনের মডেল অনুযায়ী ভিন্ন হতে পারে) অপশনে যান। এরপর ‘মোবাইল হটস্পট অ্যান্ড টেথারিং’ অপশনে যান। সেখানে ব্লুটুথ টেথারিং অপশনটি চালু করুন।

অন্য ডিভাইসে ব্লুটুথের মাধ্যমে ইন্টারনেট শেয়ার করা: আপনার অন্য ডিভাইসটিতে ব্লুটুথ চালু করুন। ফোন এবং অন্য ডিভাইসটি ব্লুটুথের মাধ্যমে পেয়ার করুন। পেয়ার হয়ে গেলে, অন্য ডিভাইসের ব্লুটুথ সেটিংসে যান এবং পেয়ারড ডিভাইস থেকে ইন্টারনেট এক্সেস বা ইউস ফর ইন্টারনেট অপশনটি চালু করুন।

এভাবে ব্লুটুথের মাধ্যমে মোবাইল থেকে অন্য ডিভাইসে ইন্টারনেট শেয়ার করা যাবে। তবে মনে রাখবেন, ব্লুটুথের মাধ্যমে ইন্টারনেট শেয়ারিংয়ের স্পিড ও রেঞ্জ ওয়াইফাই টেথারিংয়ের তুলনায় কম হয়ে থাকে।

ঢাকা/এসএইচ