০৮:২৪ অপরাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

ভারতকে হারালে সাকিবদের সঙ্গে ডেট করবেন পাকিস্তানি অভিনেত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:১৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
  • / ১০৫১৬ বার দেখা হয়েছে

ক্রিকেট বিশ্বকাপে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মাঠে নামবে ভারত-বাংলাদেশ। ঘরোয়া মাঠে প্রথম তিন ম্যাচে জয় লাভ করে অপরাজিত রয়েছে ভারত। বিপরীতে লাল-সবুজের বাংলাদেশ দল প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেও পরের দুই ম্যাচে পরাজিত হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ভারত-বাংলাদেশের গত তিন ম্যাচ পর্যবেক্ষণ করলে এটা স্পষ্ট দুর্দান্ত ফর্মে রয়েছে ভারত। আর এই দলের বিপক্ষে কঠিন পরীক্ষা দেয়ার জন্য মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। তবে আশ্চর্যনীয় খবর হচ্ছে, ম্যাচটি মাঠে গড়ানোর আগে সাকিবদের সমর্থন দিচ্ছেন পাকিস্তানি মডেল ও অভিনেত্রী সেহার শিনওয়ারি।

পাকিস্তানি এ অভিতনেত্রী জানিয়েছেন, ১৯ অক্টোবর ভারত দলকে বাংলাদেশ যদি হারাতে পারে তাহলে ঢাকায় এসে বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে ডেট করবেন তিনি।

গত ১৫ অক্টোবর প্রতিপক্ষ ভারতের বিপক্ষে নিজ দেশ পাকিস্তান পরাজিত হয়। কিন্তু এই হারের শোক সহ্য করতে পারেননি মডেল সেহার শিনওয়ারি। তাইতো সেদিন তিনি এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) লিখেছেন, ‘ইনশাআল্লাহ, আমার বাঙালি বন্ধুরা পরের ম্যাচে আমাদের হয়ে প্রতিশোধ নেবে। তারা যদি ভারতকে হারাতে পারে তাহলে আমি ঢাকায় যাব এবং তাদের সঙ্গে মাছ খেতে ডিনার ডেটে যাব।’

আরও পড়ুন: মাথায় বন্দুক ঠেকিয়ে নায়িকার বাড়িতে ডাকাতি

এর পরদিন এই ম্যাচকে ঘিরে আরও একটি টুইট করেন এ অভিনেত্রী। সেখানে অবশ্য অনেক আত্মবিশ্বাসী দেখা গেছে তাকে। তিনি লিখেছেন, ‘বাংলাদেশ ভারতকে হারাতে যাচ্ছে। আমার এ টুইটের স্ক্রিনশট নিয়ে রাখো তোমরা এবং পরে প্রয়োজনে আমাকে দেখাবে।’

প্রসঙ্গত, সেহার শিনওয়ারির একজন পাকিস্তানি অভিনেত্রী। দেশটির হায়দরাবাদে জন্ম তার। ২০১৪ সালে কমেডি ধারাবাহিক ‘সইর সওয়া সইর’-এ অভিনয়ের মাধ্যমে পর্দায় আসেন তিনি। পরের বছর টেলিভশন মর্নিং শো শুরু করেন। যা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। একই সঙ্গে দর্শকমহলে পরিচিত লাভ করতে থাকেন সেহার।

ঢাকা/এসএম

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ভারতকে হারালে সাকিবদের সঙ্গে ডেট করবেন পাকিস্তানি অভিনেত্রী

আপডেট: ০৬:১৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩

ক্রিকেট বিশ্বকাপে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মাঠে নামবে ভারত-বাংলাদেশ। ঘরোয়া মাঠে প্রথম তিন ম্যাচে জয় লাভ করে অপরাজিত রয়েছে ভারত। বিপরীতে লাল-সবুজের বাংলাদেশ দল প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেও পরের দুই ম্যাচে পরাজিত হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ভারত-বাংলাদেশের গত তিন ম্যাচ পর্যবেক্ষণ করলে এটা স্পষ্ট দুর্দান্ত ফর্মে রয়েছে ভারত। আর এই দলের বিপক্ষে কঠিন পরীক্ষা দেয়ার জন্য মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। তবে আশ্চর্যনীয় খবর হচ্ছে, ম্যাচটি মাঠে গড়ানোর আগে সাকিবদের সমর্থন দিচ্ছেন পাকিস্তানি মডেল ও অভিনেত্রী সেহার শিনওয়ারি।

পাকিস্তানি এ অভিতনেত্রী জানিয়েছেন, ১৯ অক্টোবর ভারত দলকে বাংলাদেশ যদি হারাতে পারে তাহলে ঢাকায় এসে বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে ডেট করবেন তিনি।

গত ১৫ অক্টোবর প্রতিপক্ষ ভারতের বিপক্ষে নিজ দেশ পাকিস্তান পরাজিত হয়। কিন্তু এই হারের শোক সহ্য করতে পারেননি মডেল সেহার শিনওয়ারি। তাইতো সেদিন তিনি এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) লিখেছেন, ‘ইনশাআল্লাহ, আমার বাঙালি বন্ধুরা পরের ম্যাচে আমাদের হয়ে প্রতিশোধ নেবে। তারা যদি ভারতকে হারাতে পারে তাহলে আমি ঢাকায় যাব এবং তাদের সঙ্গে মাছ খেতে ডিনার ডেটে যাব।’

আরও পড়ুন: মাথায় বন্দুক ঠেকিয়ে নায়িকার বাড়িতে ডাকাতি

এর পরদিন এই ম্যাচকে ঘিরে আরও একটি টুইট করেন এ অভিনেত্রী। সেখানে অবশ্য অনেক আত্মবিশ্বাসী দেখা গেছে তাকে। তিনি লিখেছেন, ‘বাংলাদেশ ভারতকে হারাতে যাচ্ছে। আমার এ টুইটের স্ক্রিনশট নিয়ে রাখো তোমরা এবং পরে প্রয়োজনে আমাকে দেখাবে।’

প্রসঙ্গত, সেহার শিনওয়ারির একজন পাকিস্তানি অভিনেত্রী। দেশটির হায়দরাবাদে জন্ম তার। ২০১৪ সালে কমেডি ধারাবাহিক ‘সইর সওয়া সইর’-এ অভিনয়ের মাধ্যমে পর্দায় আসেন তিনি। পরের বছর টেলিভশন মর্নিং শো শুরু করেন। যা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। একই সঙ্গে দর্শকমহলে পরিচিত লাভ করতে থাকেন সেহার।

ঢাকা/এসএম