০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪

ভারতের বিদ্যুতে উত্তরাঞ্চলের সংকট সমাধানের আশা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:১৫:৩২ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
  • / ৪১৪৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের উত্তরাঞ্চলের বিদ্যুৎ সমস্যা সমাধানে আপাতত ভারতের আদানি বিদ্যুৎ কেন্দ্রকেই বড় ভরসা হিসেবে দেখা হচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ রবিবার (৪ ডিসেম্বর) ঢাকায় এক সেমিনারে জানান, আগামী মার্চে আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে। এরপর আসবে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে। উত্তরাঞ্চলে বিদ্যুৎ বিতরণ করা নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) সেমিনারের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, এখানে দুটি বিষয় উঠে এসেছে। একটি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ। অন্যটি হচ্ছে বকেয়া বিল। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে হলে পাওয়ার গ্রিড কোম্পানির  (পিজিসিবি)  কাজে আরও জোর দিতে হবে। অন্যদিকে বিল আদায় শতভাগ করতে হলে প্রি পেইড মিটারে যেতেই হবে। নেসকো যে পরিকল্পনা করেছে তাতে আগামী বছরই প্রি প্রেইডে যেতে পারবে বলে আশা করছি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তিনি বলেন, গ্রাহক সেবা বাড়াতে প্রযুক্তির সহায়তা নেওয়া উচিত। কোম্পানিগুলো শুধু পরিকল্পনা করলেই হবে না, টাইমলাইন নির্ধারণ করতে হবে। সে টাইমলাইন ধরে কাজ হচ্ছে কিনা তাও মনিটরিং করাটা জরুরি।

প্রতিমন্ত্রী আরও বলেন, গ্রাহকসেবার দিক থেকে এখন আমরা অনেক ভালো জায়গায় আছি। মাঝে কিছু সংকট তৈরি হলেও এখন তা আমরা কাটিয়ে উঠেছি। আগামী বছরগুলোতে আমরা আরও ভালো ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারবো বলে আশা করছি।

প্রসঙ্গত, আদানি বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ শেষ হলেও এখনও সঞ্চালন লাইন নির্মাণ শেষ হয়নি। এজন্য এই বিদ্যুৎ সঞ্চালন করা সম্ভব হচ্ছে না। প্রতিমন্ত্রী সেমিনারে বলেন, আগামী মার্চের মধ্যে আদানির বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। এছাড়া তিনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী বলেন, কীভাবে আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেবো সেই পরিকল্পনা করতে হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে যে সমস্যা আছে তা দূর করতে হবে। নেসকো কীভাবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করবে তার পরিকল্পনা এখানে দেখানো হয়েছে।

আরও পড়ুন: ওয়াসার এমডির নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

নসরুল হামিদ নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন। নেট মিটারিং এর মাধ্যমে সোলার প্যানেল বসানো, প্রাথমিক বিদ্যালয়ে সোলার প্যানেল বসানো, সৌর সেচ পাম্প সম্প্রসারণ এবং গ্রাহকের বিদ্যুৎ বিল দেওয়ার বিষয়টি ডিজিটাল করার ওপরও জোর দেন।

সেমিনারে বক্তব্য রাখেন বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) চেয়ারম্যান মুনিরা সুলতানা, বিপিএমআই এর পরিচালক মো. আলাউদ্দিন, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন এবং নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম। 

ঢাকা/এসএ

শেয়ার করুন

x

ভারতের বিদ্যুতে উত্তরাঞ্চলের সংকট সমাধানের আশা

আপডেট: ০৩:১৫:৩২ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের উত্তরাঞ্চলের বিদ্যুৎ সমস্যা সমাধানে আপাতত ভারতের আদানি বিদ্যুৎ কেন্দ্রকেই বড় ভরসা হিসেবে দেখা হচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ রবিবার (৪ ডিসেম্বর) ঢাকায় এক সেমিনারে জানান, আগামী মার্চে আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে। এরপর আসবে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে। উত্তরাঞ্চলে বিদ্যুৎ বিতরণ করা নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) সেমিনারের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, এখানে দুটি বিষয় উঠে এসেছে। একটি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ। অন্যটি হচ্ছে বকেয়া বিল। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে হলে পাওয়ার গ্রিড কোম্পানির  (পিজিসিবি)  কাজে আরও জোর দিতে হবে। অন্যদিকে বিল আদায় শতভাগ করতে হলে প্রি পেইড মিটারে যেতেই হবে। নেসকো যে পরিকল্পনা করেছে তাতে আগামী বছরই প্রি প্রেইডে যেতে পারবে বলে আশা করছি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তিনি বলেন, গ্রাহক সেবা বাড়াতে প্রযুক্তির সহায়তা নেওয়া উচিত। কোম্পানিগুলো শুধু পরিকল্পনা করলেই হবে না, টাইমলাইন নির্ধারণ করতে হবে। সে টাইমলাইন ধরে কাজ হচ্ছে কিনা তাও মনিটরিং করাটা জরুরি।

প্রতিমন্ত্রী আরও বলেন, গ্রাহকসেবার দিক থেকে এখন আমরা অনেক ভালো জায়গায় আছি। মাঝে কিছু সংকট তৈরি হলেও এখন তা আমরা কাটিয়ে উঠেছি। আগামী বছরগুলোতে আমরা আরও ভালো ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারবো বলে আশা করছি।

প্রসঙ্গত, আদানি বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ শেষ হলেও এখনও সঞ্চালন লাইন নির্মাণ শেষ হয়নি। এজন্য এই বিদ্যুৎ সঞ্চালন করা সম্ভব হচ্ছে না। প্রতিমন্ত্রী সেমিনারে বলেন, আগামী মার্চের মধ্যে আদানির বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। এছাড়া তিনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী বলেন, কীভাবে আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেবো সেই পরিকল্পনা করতে হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে যে সমস্যা আছে তা দূর করতে হবে। নেসকো কীভাবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করবে তার পরিকল্পনা এখানে দেখানো হয়েছে।

আরও পড়ুন: ওয়াসার এমডির নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

নসরুল হামিদ নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন। নেট মিটারিং এর মাধ্যমে সোলার প্যানেল বসানো, প্রাথমিক বিদ্যালয়ে সোলার প্যানেল বসানো, সৌর সেচ পাম্প সম্প্রসারণ এবং গ্রাহকের বিদ্যুৎ বিল দেওয়ার বিষয়টি ডিজিটাল করার ওপরও জোর দেন।

সেমিনারে বক্তব্য রাখেন বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) চেয়ারম্যান মুনিরা সুলতানা, বিপিএমআই এর পরিচালক মো. আলাউদ্দিন, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন এবং নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম। 

ঢাকা/এসএ