ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

- আপডেট: ০২:২৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
- / ১০৪১৫ বার দেখা হয়েছে
এবারের বিশ্বকাপে টানা তিন জয়ে ভারত আছে ফুরফুরে মেজাজে, যেখানে তিন ম্যাচে মাত্র এক জয়ে অনেকটাই চাপে বাংলাদেশ। এমন অবস্থায় নিজেদের চতুর্থ ম্যাচে আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে মুখোমুখি হয়েছে ভারত-বাংলাদেশ। ভারতের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ। চোট পাওয়া সাকিব আল হাসানের পরিবর্তে এই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউভ
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাংসপেশীতে চোট পেয়েছিলেন সাকিব। গেল কয়েকদিন ধরে আলোচনা চলছিল তাকে ঘিরে। তবে শেষ পর্যন্ত সাকিবকে ছাড়াই মাঠে নামছে টাইগাররা।
আজ সাকিবের বদলে টস করতে আসেন ভাইস ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। সাকিব না খেলায় একাদশে এসেছে এক পরিবর্তন। সুযোগ পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ।
আজকের ম্যাচটি দুই দলের ৪১তম সাক্ষাৎ। আগের ৪০ লড়াইয়ে অনেকটাই এগিয়ে আছে ভারত। তাদের ৩১ জয়ের বিপরীতে বাংলাদেশের পক্ষে জয় এসেছে মাত্র ৮ বার। একটি ম্যাচ হয়েছে বাতিল। তবে সবশেষ ৪ দেখায় টাইগাররা জিতেছে ৩ ম্যাচে। ঘরের মাঠে গত নভেম্বরে সিরিজ জয়ের পাশাপাশি এশিয়া কাপেও জয় পেয়েছে টাইগাররা।
আরও পড়ুন: নেইমারকে নিয়ে দুঃসংবাদ দিলো ব্রাজিল ফুটবল কনফেডারেশন
বাংলাদেশকে নিয়ে তাই যথেষ্ট সতর্ক ভারত শিবির। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বুধবার (১৮ অক্টোবর) ভারতের বোলিং কোচ পরশ মামব্রে বাংলাদেশকে সমীহ করেই বলেন, ‘আমরা তিনটি ম্যাচ জিতেছি। ভালো অবস্থানে আছি। বিশ্বকাপে মোট ৯টি ম্যাচ খেলতে হবে আমাদের। সব ম্যাচই সমান। সবার সমান সম্ভাবনা আছে। যে কোনো কিছুই হতে পারে। বাংলাদেশকে নিয়েও একই গুরুত্ব থাকবে। আমরা অবগত আছি। নিজেদের উন্নতি নিয়ে ভাবছি।’
সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ হাথুরুসিংহে বলেন, ‘আমরা শেষ দুই ম্যাচে ভালো করতে পারিনি। তবে, নেটে ছেলেরা ভালো অনুশীলন করেছে। পরবর্তী ম্যাচে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সেরাটা দেওয়ার চেষ্টা করব। একটি দল হিসেবে খেলতে হবে সবাইকে। ভারতকে আমরা আগেও হারিয়েছি। এই ম্যাচ নিয়ে আশাবাদী। দলের পরিবেশ বদলে জিতে একটি জয় প্রয়োজন।’
ঢাকা/এসএম