০৪:২১ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪

ভারত-পাকিস্তান ম্যাচে স্বর্ণের আইফোন হারালেন উর্বশী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:০২:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
  • / ১০৩৬১ বার দেখা হয়েছে

ভারতের মাটিতে এবারের ক্রিকেট বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল শনিবার (১৪ অক্টোবর)। দেশটির আহমেদাবাদ স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের ম্যাচ দেখার জন্য গ্যালারিতে হাজির হয়েছিলেন নানা তারকা। এই তালিকায় অন্যদের মতো ছিলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতোলা। এদিন প্রতিপক্ষ দল পাকিস্তানকে ভারত পরাজিত করলেও হারানোর বেদনা নিয়ে ফিরতে হয়েছে অভিনেত্রীকে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

খেলা দেখতে গিয়ে স্বর্ণে মোড়ানো আইফোন হারিয়েছেন উর্বশী। এটি এখন খুঁজে পেতে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি। রোববার (১৫ অক্টোবর) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এমনটাই জানিয়েছেন বলি তারকা।

এ অভিনেত্রী এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এক পোস্টে লিখেছেন, ‘আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আমার ২৪ ক্যারেটের আসল স্বর্ণের আইফোন হারিয়েছি। কেউ যদি ফোনটি দেখতে পান, দয়া করে সাহায্য করুন। শিগগিরই আমার সঙ্গে সঙ্গে যোগাযোগ করুন। #LostPhone #AhmedabadStadium #HelpNeeded #indvspak @modistadium @ahmedabadpolice এমন কাউকে ট্যাগ করুন, যিনি সাহায্য করতে পারেন।’

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, উর্বশীর সেই পোস্টে মন্তব্য করেছে আহমেদাবাদ পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মন্তব্যে মোবাইল ফোনের ব্যাপারে বিস্তারিত জানতে চেয়েছে।

তবে অভিনেত্রীর ফোন হারানোর বিষয়টি মেনে নিতে নারাজ নেটিজেনরা। তাদের দাবি, পুরোটাই নাটক। কয়েকজন মন্তব্য করেছেন, কালই তো পোস্ট করতে হতো। এতক্ষণ পর মনে পড়লো ফোন হারানোর কথা। আবার একজন লিখেছেন, আবারও পাবলিসিটি স্টান্ট। এই মেয়েকে কেউ ভালো একটা পিআর খুঁজে দাও। এতে যদি অন্তত বোকা বোকা কথা বলা বন্ধ করে।

আরও পড়ুন: পুরোনো স্মৃতিতে ডুব দিলেন স্বস্তিকা

প্রসঙ্গত, ঋষভের সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক ঘিরে গত বছর থেকেই নানা চর্চা চলছে। তবে পরবর্তীতে ঋষভ দুর্ঘটনার মুখে পড়লে বিতর্ক অনেকটাই চাপা পড়ে।

উর্বশী ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমায় সানি দেওলের সঙ্গে ডেবিউ করেছিলেন বলিউডে। এরপর ‘সনম রে’, ‘গ্রেট অ্যান্ড মস্তি’, ‘হেট স্টোরি-৪’ এর মতো সিনেমায় দেখা গেছে তাকে। এছাড়া আগামীতে ‘স্কন্দ’, ‘দিল হ্যায় গ্রে’ এবং ‘ব্ল্যাক রোজ’ সিনেমায় দেখা যাবে তাকে।

ঢাকা/এসএম

শেয়ার করুন

x

ভারত-পাকিস্তান ম্যাচে স্বর্ণের আইফোন হারালেন উর্বশী

আপডেট: ০৩:০২:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩

ভারতের মাটিতে এবারের ক্রিকেট বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল শনিবার (১৪ অক্টোবর)। দেশটির আহমেদাবাদ স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের ম্যাচ দেখার জন্য গ্যালারিতে হাজির হয়েছিলেন নানা তারকা। এই তালিকায় অন্যদের মতো ছিলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতোলা। এদিন প্রতিপক্ষ দল পাকিস্তানকে ভারত পরাজিত করলেও হারানোর বেদনা নিয়ে ফিরতে হয়েছে অভিনেত্রীকে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

খেলা দেখতে গিয়ে স্বর্ণে মোড়ানো আইফোন হারিয়েছেন উর্বশী। এটি এখন খুঁজে পেতে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি। রোববার (১৫ অক্টোবর) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এমনটাই জানিয়েছেন বলি তারকা।

এ অভিনেত্রী এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এক পোস্টে লিখেছেন, ‘আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আমার ২৪ ক্যারেটের আসল স্বর্ণের আইফোন হারিয়েছি। কেউ যদি ফোনটি দেখতে পান, দয়া করে সাহায্য করুন। শিগগিরই আমার সঙ্গে সঙ্গে যোগাযোগ করুন। #LostPhone #AhmedabadStadium #HelpNeeded #indvspak @modistadium @ahmedabadpolice এমন কাউকে ট্যাগ করুন, যিনি সাহায্য করতে পারেন।’

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, উর্বশীর সেই পোস্টে মন্তব্য করেছে আহমেদাবাদ পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মন্তব্যে মোবাইল ফোনের ব্যাপারে বিস্তারিত জানতে চেয়েছে।

তবে অভিনেত্রীর ফোন হারানোর বিষয়টি মেনে নিতে নারাজ নেটিজেনরা। তাদের দাবি, পুরোটাই নাটক। কয়েকজন মন্তব্য করেছেন, কালই তো পোস্ট করতে হতো। এতক্ষণ পর মনে পড়লো ফোন হারানোর কথা। আবার একজন লিখেছেন, আবারও পাবলিসিটি স্টান্ট। এই মেয়েকে কেউ ভালো একটা পিআর খুঁজে দাও। এতে যদি অন্তত বোকা বোকা কথা বলা বন্ধ করে।

আরও পড়ুন: পুরোনো স্মৃতিতে ডুব দিলেন স্বস্তিকা

প্রসঙ্গত, ঋষভের সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক ঘিরে গত বছর থেকেই নানা চর্চা চলছে। তবে পরবর্তীতে ঋষভ দুর্ঘটনার মুখে পড়লে বিতর্ক অনেকটাই চাপা পড়ে।

উর্বশী ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমায় সানি দেওলের সঙ্গে ডেবিউ করেছিলেন বলিউডে। এরপর ‘সনম রে’, ‘গ্রেট অ্যান্ড মস্তি’, ‘হেট স্টোরি-৪’ এর মতো সিনেমায় দেখা গেছে তাকে। এছাড়া আগামীতে ‘স্কন্দ’, ‘দিল হ্যায় গ্রে’ এবং ‘ব্ল্যাক রোজ’ সিনেমায় দেখা যাবে তাকে।

ঢাকা/এসএম