১১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

ভিয়েতনামে অ্যাপার্টমেন্টে আগুনে নিহত ৩০

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:১১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৪০৭ বার দেখা হয়েছে

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের একটি অ্যাপার্টমেন্টে আগুন লেগে নিশ্চিতভাবে আটজনের মৃত্যুর পাশাপাশি কয়েক ডজন লোক আহত হয়েছে। তবে স্থানীয় গণমাধ্যমগুলো পুলিশের সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, আগুনে কমপক্ষে ৩০ জন লোক মারা গেছে। খবর বিবিসির।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ভিয়েতনামের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে নয়তলা অ্যাপার্টমেন্টটি থেকে ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে ছড়িয়ে পড়া ওই আগুন নিভিয়ে ফেলা সম্ভব হলেও আজও সেখানে উদ্ধার অভিযান চলছে।

হ্যানয়ে খুব দ্রুত জনসংখ্যা বাড়ছে এবং গত ২০ বছরে চারগুন বেড়ে লোকসংখ্যা দাঁড়িয়েছে ৫০ লাখ ২৫ হাজার। তবে শহরটিতে নতুন তৈরি অ্যাপার্টমেন্টগুলোতে অগ্নিনিরাপত্তার বিধিবিধান মানা হচ্ছে না বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ।

এদিকে হ্যানয় সিটি পুলিশের উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ওই অ্যাপার্টমেন্টের আগুনে শিশুসহ কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুনের সূত্রপাত হয় পার্কিং ফ্লোর থেকে, যেখানে রাখা ছিল অনেকগুলো মোটরসাইকেল।

অ্যাপার্টমেন্টের অধিবাসীরা জানান, রাত ১১টার দিকে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা। আর এরপরই কালো ধোঁয়ায় ঢেকে যায় অ্যাপার্টমেন্ট ব্লক। এক বাসিন্দা জানান, তারা তাদের জানালার লোহার বেষ্টনি ভেঙে পাশের অ্যাপার্টমেন্টের সঙ্গে মই দিয়ে রাস্তা বানিয়ে নিজেদের রক্ষা করেন।

ঘটনার বর্ণনা দিয়ে এক নারী বলেন, ‘আমি সাহায্যের জন্য অনেক মানুষের চিৎকার শুনতে পেয়েছি। তবে আমরা তাদের জন্য বেশি কিছু করতে পারিনি। অ্যাপার্টমেন্টগুলো একটি আরেকটির সঙ্গে লাগোয়া এবং হতভাগ্যদের বেরিয়ে আসার কোনো রাস্তাও ছিল না।’

আরও পড়ুন: লিবিয়ায় বন্যায় ছয় বাংলাদেশির মৃত্যু

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট পৌঁছালেও সংকীর্ণ প্রবেশপথের কারণে তারা আগুনের কাছাকাছি যেতে পারছিলেন না অগ্নিনির্বাপণ কর্মীরা।

হ্যানয়ে আগুনের ঘটনা হরহামেশাই ঘটে থাকে। গত বছর একটি কারাকো ক্লাবে আগুনের ঘটনায় ৩৩ জনের প্রাণহানি ঘটে। ক্লাবটির জানালাগুলোও ইট দিয়ে প্লাস্টার করে আটকে দেওয়া ছিল। আগুনের পর দ্রুত বেরিয়ে আসার পথ খুঁজে পায়নি হতভাগ্যরা।

ঢাকা/এসএম

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ভিয়েতনামে অ্যাপার্টমেন্টে আগুনে নিহত ৩০

আপডেট: ১১:১১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের একটি অ্যাপার্টমেন্টে আগুন লেগে নিশ্চিতভাবে আটজনের মৃত্যুর পাশাপাশি কয়েক ডজন লোক আহত হয়েছে। তবে স্থানীয় গণমাধ্যমগুলো পুলিশের সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, আগুনে কমপক্ষে ৩০ জন লোক মারা গেছে। খবর বিবিসির।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ভিয়েতনামের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে নয়তলা অ্যাপার্টমেন্টটি থেকে ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে ছড়িয়ে পড়া ওই আগুন নিভিয়ে ফেলা সম্ভব হলেও আজও সেখানে উদ্ধার অভিযান চলছে।

হ্যানয়ে খুব দ্রুত জনসংখ্যা বাড়ছে এবং গত ২০ বছরে চারগুন বেড়ে লোকসংখ্যা দাঁড়িয়েছে ৫০ লাখ ২৫ হাজার। তবে শহরটিতে নতুন তৈরি অ্যাপার্টমেন্টগুলোতে অগ্নিনিরাপত্তার বিধিবিধান মানা হচ্ছে না বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ।

এদিকে হ্যানয় সিটি পুলিশের উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ওই অ্যাপার্টমেন্টের আগুনে শিশুসহ কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুনের সূত্রপাত হয় পার্কিং ফ্লোর থেকে, যেখানে রাখা ছিল অনেকগুলো মোটরসাইকেল।

অ্যাপার্টমেন্টের অধিবাসীরা জানান, রাত ১১টার দিকে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা। আর এরপরই কালো ধোঁয়ায় ঢেকে যায় অ্যাপার্টমেন্ট ব্লক। এক বাসিন্দা জানান, তারা তাদের জানালার লোহার বেষ্টনি ভেঙে পাশের অ্যাপার্টমেন্টের সঙ্গে মই দিয়ে রাস্তা বানিয়ে নিজেদের রক্ষা করেন।

ঘটনার বর্ণনা দিয়ে এক নারী বলেন, ‘আমি সাহায্যের জন্য অনেক মানুষের চিৎকার শুনতে পেয়েছি। তবে আমরা তাদের জন্য বেশি কিছু করতে পারিনি। অ্যাপার্টমেন্টগুলো একটি আরেকটির সঙ্গে লাগোয়া এবং হতভাগ্যদের বেরিয়ে আসার কোনো রাস্তাও ছিল না।’

আরও পড়ুন: লিবিয়ায় বন্যায় ছয় বাংলাদেশির মৃত্যু

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট পৌঁছালেও সংকীর্ণ প্রবেশপথের কারণে তারা আগুনের কাছাকাছি যেতে পারছিলেন না অগ্নিনির্বাপণ কর্মীরা।

হ্যানয়ে আগুনের ঘটনা হরহামেশাই ঘটে থাকে। গত বছর একটি কারাকো ক্লাবে আগুনের ঘটনায় ৩৩ জনের প্রাণহানি ঘটে। ক্লাবটির জানালাগুলোও ইট দিয়ে প্লাস্টার করে আটকে দেওয়া ছিল। আগুনের পর দ্রুত বেরিয়ে আসার পথ খুঁজে পায়নি হতভাগ্যরা।

ঢাকা/এসএম