০৩:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪

ভূমিকম্পে কাঁপল ওমান

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৩৯:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৪১৯৩ বার দেখা হয়েছে

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে আঘাত হেনেছে ৪ দশমিক ১ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প। রোববার (১৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৭টা ১৫ মিনিটে দেশটির দুকম অঞ্চল কেঁপে ওঠে বলে জানিয়েছে সুলতান কাবোস বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

স্থানীয় পুলিশ জানিয়েছে, কম্পনের বিষয়টি অভিহিত করতে সকালে পুলিশের কাছে অনেকে ফোন করেন। তবে ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, রাজধানী মাসকটসহ দেশের অন্যান্য অঞ্চলে ভূমিকম্পের সতর্কতা লেভেল প্রায় শূন্য ছিল। তবে তারা জানিয়েছে, অবকাঠামোর ওপর নির্ভর করে ভবনের ওপর ভূমিকম্পের প্রভাব ভিন্ন হবে।

আরও পড়ুন: নিউজিল্যান্ডে ঘূর্ণিঝড়, সাত দিন পরও খোঁজ মেলেনি ৬০০০ মানুষের

প্রাকৃতিক দুর্যোগের প্রভাব এবং ঝুঁকি বিষয়ক ওয়েবসাইট থিংকহ্যাজার্ডের দেওয়া তথ্য অনুযায়ী, ওমানে ভূমিকম্পের ঝুঁকি মাঝারি। এছাড়া আগামী ৫০ বছরের মধ্যে ওমানে বিধ্বংসী ভূমিকম্প আঘাত হানার সম্ভাবনা মাত্র ১০ শতাংশ।

এদিকে গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। ওই ভূমিকম্পে এখন পর্যন্ত ৪৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর ফিলিপাইন, নিউজিল্যান্ডসহ বিভিন্ন দেশে কম্পন অনুভূত হয়েছে। এছাড়া বাংলাদেশের সিলেটও মাঝারি মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে ওঠেছিল।

ঢাকা/এসএম

শেয়ার করুন

x

ভূমিকম্পে কাঁপল ওমান

আপডেট: ০৪:৩৯:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে আঘাত হেনেছে ৪ দশমিক ১ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প। রোববার (১৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৭টা ১৫ মিনিটে দেশটির দুকম অঞ্চল কেঁপে ওঠে বলে জানিয়েছে সুলতান কাবোস বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

স্থানীয় পুলিশ জানিয়েছে, কম্পনের বিষয়টি অভিহিত করতে সকালে পুলিশের কাছে অনেকে ফোন করেন। তবে ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, রাজধানী মাসকটসহ দেশের অন্যান্য অঞ্চলে ভূমিকম্পের সতর্কতা লেভেল প্রায় শূন্য ছিল। তবে তারা জানিয়েছে, অবকাঠামোর ওপর নির্ভর করে ভবনের ওপর ভূমিকম্পের প্রভাব ভিন্ন হবে।

আরও পড়ুন: নিউজিল্যান্ডে ঘূর্ণিঝড়, সাত দিন পরও খোঁজ মেলেনি ৬০০০ মানুষের

প্রাকৃতিক দুর্যোগের প্রভাব এবং ঝুঁকি বিষয়ক ওয়েবসাইট থিংকহ্যাজার্ডের দেওয়া তথ্য অনুযায়ী, ওমানে ভূমিকম্পের ঝুঁকি মাঝারি। এছাড়া আগামী ৫০ বছরের মধ্যে ওমানে বিধ্বংসী ভূমিকম্প আঘাত হানার সম্ভাবনা মাত্র ১০ শতাংশ।

এদিকে গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। ওই ভূমিকম্পে এখন পর্যন্ত ৪৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর ফিলিপাইন, নিউজিল্যান্ডসহ বিভিন্ন দেশে কম্পন অনুভূত হয়েছে। এছাড়া বাংলাদেশের সিলেটও মাঝারি মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে ওঠেছিল।

ঢাকা/এসএম