০৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের সিকিম

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৫৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১০৪৪০ বার দেখা হয়েছে

তুরস্ক ও সিরিয়ার ভয়াবহতা শেষ হতে না হতেই এবার ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য সিকিম। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৩।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয় সিকিমে। যদিও এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর জানা যায়নি, তবে বেশ কয়েকটি ভবনে ফাটল ধরেছে।

সিকিমে ভূমিকম্পের উৎস ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। ইউকসাম শহরের ৭০ কিলোমিটার উত্তর পশ্চিমে মাটির গভীরে ভূমিকম্প হয়। তার জেরে কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা।

ইউকসাম শহর সিকিমের রাজধানী গ্যাংটক থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে। পাহাড়ি এই শহরে বেড়াতে যান পর্যটকেরা। সোমবার ভোরবেলা শহরে কম্পন অনুভূত হয়। তবে কম্পনের মাত্রা বেশি না হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ নেই বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহত ৩৪ হাজার ছাড়াল

এর আগে রোববার বিকেলে মৃদু কম্পন হয়েছিল আসামে। সেখানকার নগাঁও এলাকায় বিকেল ৪টা ১৮ মিনিটে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ঐ কম্পনের মাত্রা ছিল ৪।

সপ্তাহখানেক আগেই তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক এবং সিরিয়া। ৭.৮ মাত্রার সেই কম্পনের পর আফটার শক হয় অন্তত ১০০ বার। পরপর কম্পনে বিধ্বস্ত ওই দু’দেশ। এতে মৃত্যুমিছিল অব্যাহত আট দিন পরও। এখন পর্যন্ত ৩৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

ঢাকা/এসএম

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের সিকিম

আপডেট: ১১:৫৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩

তুরস্ক ও সিরিয়ার ভয়াবহতা শেষ হতে না হতেই এবার ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য সিকিম। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৩।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয় সিকিমে। যদিও এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর জানা যায়নি, তবে বেশ কয়েকটি ভবনে ফাটল ধরেছে।

সিকিমে ভূমিকম্পের উৎস ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। ইউকসাম শহরের ৭০ কিলোমিটার উত্তর পশ্চিমে মাটির গভীরে ভূমিকম্প হয়। তার জেরে কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা।

ইউকসাম শহর সিকিমের রাজধানী গ্যাংটক থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে। পাহাড়ি এই শহরে বেড়াতে যান পর্যটকেরা। সোমবার ভোরবেলা শহরে কম্পন অনুভূত হয়। তবে কম্পনের মাত্রা বেশি না হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ নেই বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহত ৩৪ হাজার ছাড়াল

এর আগে রোববার বিকেলে মৃদু কম্পন হয়েছিল আসামে। সেখানকার নগাঁও এলাকায় বিকেল ৪টা ১৮ মিনিটে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ঐ কম্পনের মাত্রা ছিল ৪।

সপ্তাহখানেক আগেই তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক এবং সিরিয়া। ৭.৮ মাত্রার সেই কম্পনের পর আফটার শক হয় অন্তত ১০০ বার। পরপর কম্পনে বিধ্বস্ত ওই দু’দেশ। এতে মৃত্যুমিছিল অব্যাহত আট দিন পরও। এখন পর্যন্ত ৩৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

ঢাকা/এসএম