১১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানদের ম্যাচসেরার পুরস্কার উৎসর্গ করলেন মুজিব

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৫৪:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
  • / ১০৪০৭ বার দেখা হয়েছে

বেশ কিছুদিন আগে আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের বিশ্বকাপের সম্পূর্ণ ম্যাচ ফি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন রশিদ খান। এবার ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর ক্ষতিগ্রস্তদের জন্য ম্যাচসেরার পুরস্কার উৎসর্গ করেছেন ইংল্যান্ড বধের অন্যতম নায়ক মুজিব-উর-রহমান। এদিন, ৫১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন মুজিব।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ম্যাচসেরার পুরস্কার নিতে এসে মুজিব বলেন, ‘আমি এই ম্যাচসেরার পুরস্কার দেশের সে সকল মানুষদের উৎসর্গ করছি, যারা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা এমন কিছু যা দল হিসেবে এবং ব্যক্তিগতভাবে আমি করতে পারি।’

তিনি আরও বলেন, ‘বিশ্বকাপে আসতে পারা এবং ইংল্যান্ডের মতো দলকে হারানো গর্বের। আফগানিস্তানের জন্য এটা দারুণ অর্জন। এটা এমন কিছু যার জন্য আমরা কঠোর পরিশ্রম করছি। আমরা অনেক বড় একটি দলকে হারিয়েছি। বোলার এবং ব্যাটসম্যানরা দারুণ পারফরম্যান্স দেখিয়েছে।’

আরও পড়ুন: ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশকে পেছনে ফেললো আফগানিস্তান

উল্লেখ্য, চলমান ওয়ানডে বিশ্বকাপে বড় চমক দেখিয়েছে আফগানিস্তান। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে পরাজিত করে এবারের বিশ্বকাপে প্রথম অঘটন ঘটায় আফগানরা। আফগানিস্তানের দেয়া ২৮৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ২১৫ রানেই গুটিয়ে যায় বাটলারের দল। ৬৯ রানের বড় জয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিলেও বড় লাফ দিয়েছে রশিদ-মুজিবরা।

ঢাকা/এসএম

শেয়ার করুন

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানদের ম্যাচসেরার পুরস্কার উৎসর্গ করলেন মুজিব

আপডেট: ০২:৫৪:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩

বেশ কিছুদিন আগে আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের বিশ্বকাপের সম্পূর্ণ ম্যাচ ফি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন রশিদ খান। এবার ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর ক্ষতিগ্রস্তদের জন্য ম্যাচসেরার পুরস্কার উৎসর্গ করেছেন ইংল্যান্ড বধের অন্যতম নায়ক মুজিব-উর-রহমান। এদিন, ৫১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন মুজিব।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ম্যাচসেরার পুরস্কার নিতে এসে মুজিব বলেন, ‘আমি এই ম্যাচসেরার পুরস্কার দেশের সে সকল মানুষদের উৎসর্গ করছি, যারা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা এমন কিছু যা দল হিসেবে এবং ব্যক্তিগতভাবে আমি করতে পারি।’

তিনি আরও বলেন, ‘বিশ্বকাপে আসতে পারা এবং ইংল্যান্ডের মতো দলকে হারানো গর্বের। আফগানিস্তানের জন্য এটা দারুণ অর্জন। এটা এমন কিছু যার জন্য আমরা কঠোর পরিশ্রম করছি। আমরা অনেক বড় একটি দলকে হারিয়েছি। বোলার এবং ব্যাটসম্যানরা দারুণ পারফরম্যান্স দেখিয়েছে।’

আরও পড়ুন: ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশকে পেছনে ফেললো আফগানিস্তান

উল্লেখ্য, চলমান ওয়ানডে বিশ্বকাপে বড় চমক দেখিয়েছে আফগানিস্তান। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে পরাজিত করে এবারের বিশ্বকাপে প্রথম অঘটন ঘটায় আফগানরা। আফগানিস্তানের দেয়া ২৮৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ২১৫ রানেই গুটিয়ে যায় বাটলারের দল। ৬৯ রানের বড় জয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিলেও বড় লাফ দিয়েছে রশিদ-মুজিবরা।

ঢাকা/এসএম