০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ০১ অক্টোবর ২০২৫

ভূমিধসে মৃত্যুপুরী কেরালায় নিহত বেড়ে ১৫৬, বহু নিখোঁজ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:১৫:৫১ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
  • / ১০৩৩৬ বার দেখা হয়েছে

ভারতের কেরালার ওয়েনাড়ে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৬ জনে। আহত হয়েছেন ১৮০ জনেরও বেশি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। ধস এবং প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত এ হতাহতের খবর দিয়েছে স্থানীয় প্রশাসন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

শতাধিক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে গতকালই সেনাবাহিনী নামানো হয়েছিল। অস্থায়ী সেতু বানিয়ে এক হাজারের বেশি মানুষকে উদ্ধার করেছি সেনাবাহিনী।

তবে এরই মধ্যে আরও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবাহওয়া দপ্তর। ফলে উদ্ধারকাজে বৃষ্টি বাধা হতে পারে বলে মনে করছেন উদ্ধারকর্মীরা।

এদিকে, দুর্যোগ এবং ভারী বৃষ্টির সতর্কতার কারণে কেরলের বিভিন্ন জেলায় বুধবার সব স্কুল কলেজ বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে বৃহস্পতিবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে বলে প্রশাসন সূত্রের খবর।

আরও পড়ুন: হামাসপ্রধান ইসমাইল হানিয়া নিহত

রাজ্যে দু’দিনের শোক পালনের ঘোষণা দিয়েছেন পিনারাই বিজয়নের সরকার। অন্য দিকে, ধসের কারণে রাস্তাঘাটের অবস্থা শোচনীয়। বেশির ভাগ জায়গায় রাস্তা ধসে গিয়েছে। ফলে পুলিশ-প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনীকে উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। ভারতীয় সেনার হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে উদ্ধারের কাজে। ভারী বৃষ্টি এবং প্রতিকূল অবস্থার মধ্যেই বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। পার্সটুডে

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ভূমিধসে মৃত্যুপুরী কেরালায় নিহত বেড়ে ১৫৬, বহু নিখোঁজ

আপডেট: ০৫:১৫:৫১ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪

ভারতের কেরালার ওয়েনাড়ে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৬ জনে। আহত হয়েছেন ১৮০ জনেরও বেশি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। ধস এবং প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত এ হতাহতের খবর দিয়েছে স্থানীয় প্রশাসন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

শতাধিক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে গতকালই সেনাবাহিনী নামানো হয়েছিল। অস্থায়ী সেতু বানিয়ে এক হাজারের বেশি মানুষকে উদ্ধার করেছি সেনাবাহিনী।

তবে এরই মধ্যে আরও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবাহওয়া দপ্তর। ফলে উদ্ধারকাজে বৃষ্টি বাধা হতে পারে বলে মনে করছেন উদ্ধারকর্মীরা।

এদিকে, দুর্যোগ এবং ভারী বৃষ্টির সতর্কতার কারণে কেরলের বিভিন্ন জেলায় বুধবার সব স্কুল কলেজ বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে বৃহস্পতিবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে বলে প্রশাসন সূত্রের খবর।

আরও পড়ুন: হামাসপ্রধান ইসমাইল হানিয়া নিহত

রাজ্যে দু’দিনের শোক পালনের ঘোষণা দিয়েছেন পিনারাই বিজয়নের সরকার। অন্য দিকে, ধসের কারণে রাস্তাঘাটের অবস্থা শোচনীয়। বেশির ভাগ জায়গায় রাস্তা ধসে গিয়েছে। ফলে পুলিশ-প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনীকে উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। ভারতীয় সেনার হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে উদ্ধারের কাজে। ভারী বৃষ্টি এবং প্রতিকূল অবস্থার মধ্যেই বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। পার্সটুডে

ঢাকা/এসএইচ