ভোট পড়েছে ৩০ শতাংশের বেশি: সিইসি

- আপডেট: ০৬:২৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪
- / ১০৩৯৭ বার দেখা হয়েছে
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ৩০ শতাংশের বেশি ভোট পড়েছে, উল্লেখযোগ্য কোনো সহিংসতা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার (২১ মে) বিকেলে ভোটগ্রহণ শেষে তিনি এ মন্তব্য করেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা নির্বাচনী কেন্দ্রগুলোয় বড় ধরনের কোনো নাশকতার খবর পাইনি। কিছু কিছু জায়গায় ভোটকেন্দ্রের বাইরে ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এর সংখ্যা ১৮।
এর আগে দেশের ১৫৬ উপজেলায় সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
আরও পড়ুন: কাল বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংবর্ধনা দেবেন রাষ্ট্রপতি
দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলা পরিষদের নির্বাচনে তিন পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এক হাজার ৮২৪ প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৬০৩ জন, ভাইস চেয়ারম্যান ৬৯৩ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৫৯৮ জন।
ঢাকা/এসএইচ