০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

ভ্যাটের কেন্দ্রীয় নিবন্ধন বাধ্যতামূলক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:২০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
  • / ১০৩২৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: নতুন বাজেটে মূল্য সংযোজন কর বা ভ্যাটের কেন্দ্রীয় নিবন্ধন বাধ্যতামুলক করা হয়েছে। এখন থেকে যেসব কোম্পানির এক বা একাধিক জায়গায় উৎপাদন থাকবে তাদেরকে কেন্দ্রীয় নিবন্ধন নিতে হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ প্রস্তাব করেছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

অর্থমন্ত্রী বলেছেন, ভ্যাট আইনে বর্তমানে কেন্দ্রীয় নিবন্ধনের ক্ষেত্রে একাধিক উৎপাদনস্থল থাকার বাধ্যবাধকতা রয়েছে। ব্যবসায়িক বাস্তবতা বিবেচনা করে দুই বা ততোধিক উৎপাদনস্থলের পরিবর্তে এক বা একাধিক উৎপাদনস্থলের ক্ষেত্রে কম্পিউটারাইজড অটোমেটেড পদ্ধতিতে হিসাবরক্ষণের শর্তে কেন্দ্রীয় নিবন্ধন গ্রহণ করার বিধান সন্নিবেশের প্রস্তাব করা হল।

এনবিআর সুত্রে জানা গেছে, যেসব প্রতিষ্ঠানের কেন্দ্রীয় ভাট নিবন্ধনের উপযুক্ততা রয়েছে, তাদের মূল কারখানা যেখানে সেখানকার ভ্যাট কমিশনারেটে কেন্দ্রীয় নিবন্ধন নিতে হবে। দেশে অনেক প্রতিষ্ঠান রয়েছে যাদের কোম্পানির নিবন্ধন একটি, করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) একটি কিন্তু ভ্যাটের নিবন্ধন একাধিক। এতে এসব কোম্পানির নিরীক্ষা করা কঠিন হয়ে পড়ে। নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর নিরীক্ষা কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করার জন্য কেন্দ্রীয় নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।

বর্তমানে ভ্যাট আইনের আওতায় ইউনিট ও কেন্দ্রীয় এই দুইভাবে নিবন্ধন নেওয়া যায়। ইউনিট নিবন্ধন হলো যেখানে ইউনিটের কার্যক্রম সেখানকার ভ্যাট কমিশনারেটে নিবন্ধন। অন্য কোনো প্রতিষ্ঠান বা শাখা বা যে কোনো ধরনের ইউনিট বা কার্যক্রম এই নিবন্ধনের আওতায় থাকে না। কেন্দ্রীয় নিবন্ধন হলো একাধিক জায়গায় পণ্য উৎপাদন, সরবরাহ বা ব্যবসা পরিচালনা করলেও এক স্থান থেকে ভ্যাটের কার্যক্রম পরিচালনা পদ্ধতি।

বর্তমানে কোনো প্রতিষ্ঠানের বার্ষিক টার্নওভার তিন কোটি টাকার বেশি হলে তার ভ্যাট নিবন্ধন নেওয়ার বাধ্যবাধকতা আছে। সারা দেশে ১২টি ভ্যাট কমিশনারেটে মোট নিবন্ধিত ইউনিট হচ্ছে ৩ লাখ ৫২ হাজার ৫৯৪টি। এর মধ্যে ৫ হাজার ৭৯২টি প্রতিষ্ঠান কেন্দ্রীয়ভাবে নিবন্ধিত। যা নিবন্ধিত প্রতিষ্ঠানের ১ দশমিক ৬৪ শতাংশ।

ঢাকা/এসএম

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ভ্যাটের কেন্দ্রীয় নিবন্ধন বাধ্যতামূলক

আপডেট: ০৮:২০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: নতুন বাজেটে মূল্য সংযোজন কর বা ভ্যাটের কেন্দ্রীয় নিবন্ধন বাধ্যতামুলক করা হয়েছে। এখন থেকে যেসব কোম্পানির এক বা একাধিক জায়গায় উৎপাদন থাকবে তাদেরকে কেন্দ্রীয় নিবন্ধন নিতে হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ প্রস্তাব করেছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

অর্থমন্ত্রী বলেছেন, ভ্যাট আইনে বর্তমানে কেন্দ্রীয় নিবন্ধনের ক্ষেত্রে একাধিক উৎপাদনস্থল থাকার বাধ্যবাধকতা রয়েছে। ব্যবসায়িক বাস্তবতা বিবেচনা করে দুই বা ততোধিক উৎপাদনস্থলের পরিবর্তে এক বা একাধিক উৎপাদনস্থলের ক্ষেত্রে কম্পিউটারাইজড অটোমেটেড পদ্ধতিতে হিসাবরক্ষণের শর্তে কেন্দ্রীয় নিবন্ধন গ্রহণ করার বিধান সন্নিবেশের প্রস্তাব করা হল।

এনবিআর সুত্রে জানা গেছে, যেসব প্রতিষ্ঠানের কেন্দ্রীয় ভাট নিবন্ধনের উপযুক্ততা রয়েছে, তাদের মূল কারখানা যেখানে সেখানকার ভ্যাট কমিশনারেটে কেন্দ্রীয় নিবন্ধন নিতে হবে। দেশে অনেক প্রতিষ্ঠান রয়েছে যাদের কোম্পানির নিবন্ধন একটি, করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) একটি কিন্তু ভ্যাটের নিবন্ধন একাধিক। এতে এসব কোম্পানির নিরীক্ষা করা কঠিন হয়ে পড়ে। নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর নিরীক্ষা কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করার জন্য কেন্দ্রীয় নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।

বর্তমানে ভ্যাট আইনের আওতায় ইউনিট ও কেন্দ্রীয় এই দুইভাবে নিবন্ধন নেওয়া যায়। ইউনিট নিবন্ধন হলো যেখানে ইউনিটের কার্যক্রম সেখানকার ভ্যাট কমিশনারেটে নিবন্ধন। অন্য কোনো প্রতিষ্ঠান বা শাখা বা যে কোনো ধরনের ইউনিট বা কার্যক্রম এই নিবন্ধনের আওতায় থাকে না। কেন্দ্রীয় নিবন্ধন হলো একাধিক জায়গায় পণ্য উৎপাদন, সরবরাহ বা ব্যবসা পরিচালনা করলেও এক স্থান থেকে ভ্যাটের কার্যক্রম পরিচালনা পদ্ধতি।

বর্তমানে কোনো প্রতিষ্ঠানের বার্ষিক টার্নওভার তিন কোটি টাকার বেশি হলে তার ভ্যাট নিবন্ধন নেওয়ার বাধ্যবাধকতা আছে। সারা দেশে ১২টি ভ্যাট কমিশনারেটে মোট নিবন্ধিত ইউনিট হচ্ছে ৩ লাখ ৫২ হাজার ৫৯৪টি। এর মধ্যে ৫ হাজার ৭৯২টি প্রতিষ্ঠান কেন্দ্রীয়ভাবে নিবন্ধিত। যা নিবন্ধিত প্রতিষ্ঠানের ১ দশমিক ৬৪ শতাংশ।

ঢাকা/এসএম