০১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

ভ্যাটের হার কমানোর পরামর্শ এফবিসিসিআই প্রশাসকের

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:১৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • / ১০৩৬৬ বার দেখা হয়েছে

আদায় বাড়াতে ভ্যাটের হার কমানোর পরামর্শ দিয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক। তবে এই মুহূর্তে ভ্যাটহার কমানোর সুযোগ নেই বলছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান। ভ্যাট দিবস উপলক্ষে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা উঠে আস।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এফবিসিসিআইর প্রশাসক হাফিজুর রহমান বলেন, ‘ভ্যাটের পরিমাণ বা রেট কমিয়ে ক্ষেত্র বাড়াতে হবে। না হলে অনেকের মধ্যেই ভ্যাট ফাঁকি দেয়ার প্রবণতা দেখা যায়। ভ্যাট কালচার গড়ে তুলতে হবে। ভ্যাট দেয়ার মানসিকতা বিকশিত করতে হবে। যাতে সবাই ভ্যাট দিতে উৎসাহী হয়।’

এদিকে, কর জাল বাড়ানোর তাগিদ অর্থ সচিব মো. খায়রুজ্জামান মজুমদারের। তিনি জানান, এতে এনবিআরের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ভ্যাট-ট্যাক্স দেশের উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখছে।

রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণের সক্ষমতা অর্থ বিভাগের নাই, এটা এনবিআরের করা উচিত বলেও জানান সচিব।

আরও পড়ুন: শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার ব্যাংক অ্যাকাউন্ট তলব

ভ্যাট কমানোর বিষয়ে অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, ‘এই মুহূর্তে ভ্যাট হার কমানোর কোনো সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘ভ্যাট আদায় বাড়ানোর সুযোগ আছে, আদায় বাড়াতে হবে। তবে অনেক ক্ষেত্রে জনগণ ভ্যাট দিলে, অনেক ব্যবসায়ী ঠিকমতো জমা দেন না। এখানে প্রচুর কাজ করতে হবে। ব্যবসায়ীদের স্বস্তি দিতে অটোমেশন করা হচ্ছে। যাতে ঘরে বসেই কর দেয়া যায়, কর অফিসে আসতে না হয়। এটি করা সম্ভব।’

ঋণ কমানোর বিষয়ে আবদুর রহমান বলেন, ‘ঋণ কমাতে হবে, যাতে পরবর্তী প্রজন্মের উপর ঋণের ভার কম থাকে। এজন্য ভ্যাট-ট্যাক্স দিতে হবে। রেমিট্যান্স যোদ্ধারাও প্রবাসী আয় পাঠানোর মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখছেন।’

রাষ্ট্র সংস্কার ও দুর্নীতি দমনে দেশের ১৮ কোটি মানুষের ৩৪ কোটি চোখকে ব্যবহার করতে হবে বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

ভ্যাটের হার কমানোর পরামর্শ এফবিসিসিআই প্রশাসকের

আপডেট: ১২:১৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

আদায় বাড়াতে ভ্যাটের হার কমানোর পরামর্শ দিয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক। তবে এই মুহূর্তে ভ্যাটহার কমানোর সুযোগ নেই বলছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান। ভ্যাট দিবস উপলক্ষে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা উঠে আস।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এফবিসিসিআইর প্রশাসক হাফিজুর রহমান বলেন, ‘ভ্যাটের পরিমাণ বা রেট কমিয়ে ক্ষেত্র বাড়াতে হবে। না হলে অনেকের মধ্যেই ভ্যাট ফাঁকি দেয়ার প্রবণতা দেখা যায়। ভ্যাট কালচার গড়ে তুলতে হবে। ভ্যাট দেয়ার মানসিকতা বিকশিত করতে হবে। যাতে সবাই ভ্যাট দিতে উৎসাহী হয়।’

এদিকে, কর জাল বাড়ানোর তাগিদ অর্থ সচিব মো. খায়রুজ্জামান মজুমদারের। তিনি জানান, এতে এনবিআরের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ভ্যাট-ট্যাক্স দেশের উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখছে।

রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণের সক্ষমতা অর্থ বিভাগের নাই, এটা এনবিআরের করা উচিত বলেও জানান সচিব।

আরও পড়ুন: শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার ব্যাংক অ্যাকাউন্ট তলব

ভ্যাট কমানোর বিষয়ে অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, ‘এই মুহূর্তে ভ্যাট হার কমানোর কোনো সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘ভ্যাট আদায় বাড়ানোর সুযোগ আছে, আদায় বাড়াতে হবে। তবে অনেক ক্ষেত্রে জনগণ ভ্যাট দিলে, অনেক ব্যবসায়ী ঠিকমতো জমা দেন না। এখানে প্রচুর কাজ করতে হবে। ব্যবসায়ীদের স্বস্তি দিতে অটোমেশন করা হচ্ছে। যাতে ঘরে বসেই কর দেয়া যায়, কর অফিসে আসতে না হয়। এটি করা সম্ভব।’

ঋণ কমানোর বিষয়ে আবদুর রহমান বলেন, ‘ঋণ কমাতে হবে, যাতে পরবর্তী প্রজন্মের উপর ঋণের ভার কম থাকে। এজন্য ভ্যাট-ট্যাক্স দিতে হবে। রেমিট্যান্স যোদ্ধারাও প্রবাসী আয় পাঠানোর মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখছেন।’

রাষ্ট্র সংস্কার ও দুর্নীতি দমনে দেশের ১৮ কোটি মানুষের ৩৪ কোটি চোখকে ব্যবহার করতে হবে বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান।

ঢাকা/এসএইচ