মতিন স্পিনিংয়ের মুনাফায় ধস

- আপডেট: ১২:০৮:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
- / ১০৪৬২ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত মতিন স্পিনিংয়ের চলতি অর্থবছরের ৯ মাসের (জুলাই ২০২৩-মার্চ ২০২৪) ব্যবসায় ৬১ শতাংশ মুনাফা কমেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
কোম্পানিটির চলতি হিসাব বছরের ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৫৬ টাকা। যার পরিমাণ গত অর্থবছরের একই সময়ে হয়েছিল ৩.৯৯ টাকা। এতে করে ইপিএস কমেছে ২.৪৩ টাকা বা ৬১ শতাংশ।
আরও পড়ুন: ৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৪) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৯৮ টাকা। যার পরিমাণ গত অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.১১ টাকা। এক্ষেত্রে ইপিএস বেড়েছে ০.৮৭ টাকা বা ৭৯১ শতাংশ।
কোম্পানিটির গত ৩১ মার্চ শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৭.১৯ টাকায়।
ঢাকা/এসএইচ