০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ০১ জুলাই ২০২৪

মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে আনতে যাচ্ছে গাড়ি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৩৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
  • / ১০৩২৭ বার দেখা হয়েছে

বঙ্গভবনে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠানে আনতে প্রস্তুত করা সরকারি গাড়িগুলো সচিবালয় থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বাড়ি বাড়ি যাচ্ছে।

আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল থেকে সচিবালয় বিভাগের সামনে টয়োটা হাইব্রিড মডেলের গাড়িগুলো সারিবদ্ধভাবে পার্কিং করে রাখা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয় থেকে একটি-দুটি করে গাড়ি মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বাড়ির উদ্দেশে রওনা হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সামনে থেকে দুপুর ২টার দিকে সামন্ত লাল সেন, মোহাম্মদ আরাফাতসহ আরও কয়েকজনকে আনতে অন্তত আটটি গাড়ি ছেড়ে যায়। মন্ত্রীদের আনতে গাড়িগুলোর সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব ও উপসচিব পদের কর্মকর্তারা যাচ্ছেন।

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, সন্ধ্যা ৭টায় গণভবনে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ানো হবে। শপথ শেষে তাদের দপ্তর বণ্টন করা হবে।

আরও পড়ুন: শনিবার গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

এর আগে বুধবার জাতীয় সংসদ নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী, ২৫ জনকে মন্ত্রী ও ১১ জনকে প্রতিমন্ত্রী নিয়োগে সম্মতি দেয় রাষ্ট্রপতি।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ। টানা চারবার সরকার গঠন করতে যাচ্ছেন শেখ হাসিনা।

ঢাকা/এসএম

ট্যাগঃ

শেয়ার করুন

x

মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে আনতে যাচ্ছে গাড়ি

আপডেট: ০৩:৩৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪

বঙ্গভবনে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠানে আনতে প্রস্তুত করা সরকারি গাড়িগুলো সচিবালয় থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বাড়ি বাড়ি যাচ্ছে।

আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল থেকে সচিবালয় বিভাগের সামনে টয়োটা হাইব্রিড মডেলের গাড়িগুলো সারিবদ্ধভাবে পার্কিং করে রাখা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয় থেকে একটি-দুটি করে গাড়ি মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বাড়ির উদ্দেশে রওনা হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সামনে থেকে দুপুর ২টার দিকে সামন্ত লাল সেন, মোহাম্মদ আরাফাতসহ আরও কয়েকজনকে আনতে অন্তত আটটি গাড়ি ছেড়ে যায়। মন্ত্রীদের আনতে গাড়িগুলোর সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব ও উপসচিব পদের কর্মকর্তারা যাচ্ছেন।

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, সন্ধ্যা ৭টায় গণভবনে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ানো হবে। শপথ শেষে তাদের দপ্তর বণ্টন করা হবে।

আরও পড়ুন: শনিবার গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

এর আগে বুধবার জাতীয় সংসদ নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী, ২৫ জনকে মন্ত্রী ও ১১ জনকে প্রতিমন্ত্রী নিয়োগে সম্মতি দেয় রাষ্ট্রপতি।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ। টানা চারবার সরকার গঠন করতে যাচ্ছেন শেখ হাসিনা।

ঢাকা/এসএম