ময়মনসিংহে কমিউটার ট্রেন লাইনচ্যুত

- আপডেট: ০২:২৩:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
- / ১০৩৩২ বার দেখা হয়েছে
জামালপুর থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে জংশনের আউটার এলাকায় লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই নম্বর লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ রোববার (১৫ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ময়মনসিংহ রেলওয়ে জংশন আউটার এলাকায় এই ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে জংশন থানার ইনচার্জ (ওসি) আক্তার হোসেন বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি সকাল ৮টার দিকে ময়মনসিংহ জংশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে ট্রেনটি আউটার এলাকায় পৌঁছলে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে দুই নম্বর লাইনটি বন্ধ হয়ে যায়। তবে অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।
আরও পড়ুন: মাদক ও অবৈধ দ্রব্য প্রবেশ রোধে কারাগারে ডগ স্কোয়াড মোতায়েন
তিনি আরও বলেন, উদ্ধার অভিযান চলছে, আশা করছি স্বল্প সময়ের মধ্য ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
ঢাকা/এসএইচ