০১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

মাঙ্কিপক্স নয় মা-ছেলে চর্মরোগে আক্রান্ত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:২১:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
  • / ১০৩৪৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন বলেন, ‘এটি এক ধরনের চর্মরোগ। চিকিৎসায় ভালো হবে। তার দুই ছেলেরও এ রোগ হয়েছে। তারা ভালো হওয়ার পথে।’ কুষ্টিয়ার দৌলতপুরে মাঙ্কিপক্সের সন্দেহ করা হয়েছিল যাদের, তাদের সোরিয়াসিস (psoriasis) হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিশদ স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার কাগজপত্র পর্যালোচনা করে এ তথ্য নিশ্চিত করেছেন দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন।

তিনি বলেন, ‘দৌলতপুরের ওই নারী তার দুই সন্তান নিয়ে সোমবার সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। আমরা তার শরীরে ছড়িয়ে পড়া ক্ষত ও ফোঁড়া পর্যবেক্ষণ করেছি। ডায়াগনসিসও করা হয়েছে। তা ছাড়া তার চিকিৎসক বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ তুষার শিকদারের ব্যবস্থাপত্রও দেখেছি। তার যে রোগ হয়েছে তার নাম সোরিয়াসিস। এটি এক ধরনের চর্মরোগ। চিকিৎসায় ভালো হবে। তার দুই ছেলেরও এ রোগ হয়েছে। তারা ভালো হওয়ার পথে।’

এর আগে ওই নারী ও তার দুই সন্তানের মাঙ্কিপক্স হয়েছে কি না তা নিয়ে আতঙ্ক ছড়ায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা রোববার বাড়িতে গিয়ে তাদের দেখেও আসেন। বিশদ পরীক্ষার জন্য সোমবার সকালে ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে বলা হয়।

ওই নারী নিউজবাংলাকে বলেন, ‘আমার বয়স ২৯ বছর। শরীরে গোল গোল চাকা চাকা হয়েছে ছয়-সাত মাস হলো। এটা বেড়েই যাচ্ছে। পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। ১২ ও ৫ বছরের আমার দুই ছেলেরও একই রোগ হয়েছে। বড় ছেলের মুখে ও পায়ে হয়েছিল। শুকিয়ে গেছে। আর ছোট ছেলের পায়ে হয়েছে। চিকিৎসা চলছে। মনে হচ্ছে ভালো হয়ে যাবে। তবে আমারটা ভালো হচ্ছে না। শুধু বাড়ছেই।’

তিনি বলেন, ‘একটি বিদেশি অন্তর্বাস পরার পর এটা হয়েছে। বিদেশি ওই অন্তর্বাস দেশে থেকেই কেনা। ছয়-সাত মাস আগের কথা। এটা পরার পরপরই সারা শরীরে চুলকানি শুরু হয়। কয়েক দিন ধরে আশপাশের সবাই সন্দেহ করছিল মাঙ্কিপক্স। আমারও ভয় হচ্ছিল। এখন তা কেটে গেল।’

ঢাকা/এসএম

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

মাঙ্কিপক্স নয় মা-ছেলে চর্মরোগে আক্রান্ত

আপডেট: ০৫:২১:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
বিজনেস জার্নাল প্রতিবেদক: দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন বলেন, ‘এটি এক ধরনের চর্মরোগ। চিকিৎসায় ভালো হবে। তার দুই ছেলেরও এ রোগ হয়েছে। তারা ভালো হওয়ার পথে।’ কুষ্টিয়ার দৌলতপুরে মাঙ্কিপক্সের সন্দেহ করা হয়েছিল যাদের, তাদের সোরিয়াসিস (psoriasis) হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিশদ স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার কাগজপত্র পর্যালোচনা করে এ তথ্য নিশ্চিত করেছেন দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন।

তিনি বলেন, ‘দৌলতপুরের ওই নারী তার দুই সন্তান নিয়ে সোমবার সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। আমরা তার শরীরে ছড়িয়ে পড়া ক্ষত ও ফোঁড়া পর্যবেক্ষণ করেছি। ডায়াগনসিসও করা হয়েছে। তা ছাড়া তার চিকিৎসক বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ তুষার শিকদারের ব্যবস্থাপত্রও দেখেছি। তার যে রোগ হয়েছে তার নাম সোরিয়াসিস। এটি এক ধরনের চর্মরোগ। চিকিৎসায় ভালো হবে। তার দুই ছেলেরও এ রোগ হয়েছে। তারা ভালো হওয়ার পথে।’

এর আগে ওই নারী ও তার দুই সন্তানের মাঙ্কিপক্স হয়েছে কি না তা নিয়ে আতঙ্ক ছড়ায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা রোববার বাড়িতে গিয়ে তাদের দেখেও আসেন। বিশদ পরীক্ষার জন্য সোমবার সকালে ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে বলা হয়।

ওই নারী নিউজবাংলাকে বলেন, ‘আমার বয়স ২৯ বছর। শরীরে গোল গোল চাকা চাকা হয়েছে ছয়-সাত মাস হলো। এটা বেড়েই যাচ্ছে। পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। ১২ ও ৫ বছরের আমার দুই ছেলেরও একই রোগ হয়েছে। বড় ছেলের মুখে ও পায়ে হয়েছিল। শুকিয়ে গেছে। আর ছোট ছেলের পায়ে হয়েছে। চিকিৎসা চলছে। মনে হচ্ছে ভালো হয়ে যাবে। তবে আমারটা ভালো হচ্ছে না। শুধু বাড়ছেই।’

তিনি বলেন, ‘একটি বিদেশি অন্তর্বাস পরার পর এটা হয়েছে। বিদেশি ওই অন্তর্বাস দেশে থেকেই কেনা। ছয়-সাত মাস আগের কথা। এটা পরার পরপরই সারা শরীরে চুলকানি শুরু হয়। কয়েক দিন ধরে আশপাশের সবাই সন্দেহ করছিল মাঙ্কিপক্স। আমারও ভয় হচ্ছিল। এখন তা কেটে গেল।’

ঢাকা/এসএম