মাধ্যমিকে অনলাইনে ভর্তির সময় বেড়েছে

- আপডেট: ০৬:৩৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ১০৩৭৪ বার দেখা হয়েছে
২০১২-২০২৩ অর্থবছরে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দেশের সব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।
অফিস আদেশে জানানো হয়, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে ২০২৩ অর্থবছরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি অথবা দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে হবে। এ জন্য আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদনের সময় বাড়ানো হলো।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আদেশে আরও জানানো হয়, ভর্তি সহায়তা পাওয়ার জন্য শিক্ষার্থীদের http:/www.eservice.pmeat.gov.bd/admission লিংকে প্রবেশ করে আবেদন করতে হবে।
আরও পড়ুন: ইবি ছাত্রী নির্যাতনে কুষ্টিয়ার ডিসিকে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ
ই-ভর্তি সহায়তার ব্যবহার নির্দেশিকা অনুসরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোডের মাধ্যমে আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারিত সিস্টেমে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের আবেদন করতে হবে।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে সহায়তা দিয়ে থাকে।
ঢাকা/এসএ