১২:২৮ অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪

মালিতে রেডক্রসের দুই কর্মীকে অপহরণ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:১৫:২৭ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
  • / ৪১৯৮ বার দেখা হয়েছে

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে কর্মরত আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) দুই কর্মীকে অপহরণ করা হয়েছে। সংস্থাটির কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মালিতে ৩২ বছর ধরে কার্যক্রম চালিয়ে যাওয়া আন্তর্জাতিক রেডক্রস কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ সকালে আমাদের দুই সহকর্মীকে অপহরণ করা হয়েছে বলে আমরা নিশ্চিত করছি।’

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

দেশটি উত্তরাঞ্চলের গাও ও কিডাল এলাকার মধ্যবর্তী কোনো জায়গা থেকে রেডক্রসের দুই কর্মীকে অপহরণ করা হয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

আইসিআরসির জনসংযোগ কর্মকর্তা আমিনাতা অ্যালাসেন এএফপিকে বলেন, ‘আইসিআরসি (এ ঘটনায়) নিন্দা জানাচ্ছে এবং তার কর্মীদের মুক্তি দাবি করছে।’

২০১২ সালে মালির উত্তরাঞ্চলে জিহাদি ও বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ শুরু হওয়ার পর থেকে দেশটি নিরাপত্তা এবং রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশটিতে প্রায়ই অপহরণের খবর পাওয়া যায়।

আরও পড়ুন: দেশের স্বার্থে সবার সঙ্গে আলোচনা-মিটমাটে রাজি ইমরান

এর আগে গত জানুয়ারির শেষ দিকে মালিতে কর্মরত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক চিকিৎসককে অপহরণ করা হয়। পরে ফেব্রুয়ারিতে তাকে মুক্তি দেওয়া হয়।

ঢাকা/এসএম

শেয়ার করুন

x
English Version

মালিতে রেডক্রসের দুই কর্মীকে অপহরণ

আপডেট: ০৩:১৫:২৭ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে কর্মরত আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) দুই কর্মীকে অপহরণ করা হয়েছে। সংস্থাটির কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মালিতে ৩২ বছর ধরে কার্যক্রম চালিয়ে যাওয়া আন্তর্জাতিক রেডক্রস কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ সকালে আমাদের দুই সহকর্মীকে অপহরণ করা হয়েছে বলে আমরা নিশ্চিত করছি।’

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

দেশটি উত্তরাঞ্চলের গাও ও কিডাল এলাকার মধ্যবর্তী কোনো জায়গা থেকে রেডক্রসের দুই কর্মীকে অপহরণ করা হয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

আইসিআরসির জনসংযোগ কর্মকর্তা আমিনাতা অ্যালাসেন এএফপিকে বলেন, ‘আইসিআরসি (এ ঘটনায়) নিন্দা জানাচ্ছে এবং তার কর্মীদের মুক্তি দাবি করছে।’

২০১২ সালে মালির উত্তরাঞ্চলে জিহাদি ও বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ শুরু হওয়ার পর থেকে দেশটি নিরাপত্তা এবং রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশটিতে প্রায়ই অপহরণের খবর পাওয়া যায়।

আরও পড়ুন: দেশের স্বার্থে সবার সঙ্গে আলোচনা-মিটমাটে রাজি ইমরান

এর আগে গত জানুয়ারির শেষ দিকে মালিতে কর্মরত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক চিকিৎসককে অপহরণ করা হয়। পরে ফেব্রুয়ারিতে তাকে মুক্তি দেওয়া হয়।

ঢাকা/এসএম