মাস্টার ফিডের মৃত পরিচালকের শেয়ার বণ্টনের সিদ্ধান্ত

- আপডেট: ০৪:৩৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
- / ১০৪৪৪ বার দেখা হয়েছে
পুঁজিবাজারের এসএমই প্ল্যাফর্মে তালিকাভুক্ত কোম্পানি মাস্টার ফিড এগ্রোটেক লিমিটেডের পরিচালক রফিকুল আলম মৃত্যুবরণ করেছেন। তাই তার হাতে থাকা কোম্পানির শেয়ার আদালত কর্তৃক ইস্যুকৃত উত্তরাধিকার সনদ অনুযায়ী উত্তরাধিকারীদের মধ্যে স্থানান্তর করা হবে। বৃহস্পতিবার (২ মার্চ) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
মাস্টার ফিড এগ্রোটেক লিমিটেড কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের ১৫ জুলাই কোম্পানির পরিচালক রফিকুল আলম মারা গেছেন। তার নামে কোম্পানির ৭০ লাখ ৫০ হাজার শেয়ার রয়েছে। ওই শেয়ারগুলোর তার উত্তরাধিকারীদের মধ্যে আদালত কর্তৃক ইস্যুকৃত উত্তরাধিকার সনদ অনুযায়ী স্থানান্তর করা হবে।
আরও পড়ুন: শিক্ষার্থীদের মাঝে পুঁজিবাজারের জ্ঞান ছড়িয়ে দিতে হবে: ড. মশিউর রহমান
বৃহস্পতিবার কোম্পানির শেয়ার ১০.৫০ টাকায় লেনদেন শুরু হয়।
ঢাকা/এসএ