০৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

মিউচুয়াল ফান্ডের সম্পদ মূল্য কমেছে ৩৪১ কোটি টাকা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৪৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
  • / ১০৬৫৮ বার দেখা হয়েছে

ফাইল ফটো

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৬ মেয়াদি মিউচুয়াল ফান্ডের গত এক বছরে সম্পদ মূল্য কমেছে ৩৪১ কোটি টাকা। নেমেছে ৫ হাজার ৮৯৮ কোটি টাকায়। কমার হার সাড়ে ৫ শতাংশ। গত বছর জুন শেষে ফান্ডগুলোর সম্পদ মূল্য ছিল ৬ হাজার ২৩৯ কোটি টাকা। তবে একই সময়ে ক্রয়মূল্যভিত্তিক সম্পদ মূল্যও প্রায় ৮৫ কোটি টাকা বা ১ দশমিক ৩৬ শতাংশ কমে ৬ হাজার ২৩৯ কোটি টাকায় নেমেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত মেয়াদি মিউচুয়াল ফান্ডগুলোর জুন ২০২৩ এবং জুন ২০২২ সমাপ্ত সময়ের সম্পদ মূল্য পর্যালোচনায় এমন তথ্য মিলেছে। মিউচুয়াল ফান্ড হলো পুঁজিবাজারে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সমন্বিত বিনিয়োগ স্কিম। চলতি বছরের জুন শেষে এসব ফান্ডের সর্বমোট পরিশোধিত মূলধন ছিল ৫ হাজার ৪৮৪ কোটি ৫৮ লাখ টাকা।

তবে বিনিয়োগকারীরা নিজেরা যদি তাদের হাতে থাকা ইউনিটগুলো সেকেন্ডারি বাজারে বিক্রি করতে চান, তবে মূল্য পাবেন মাত্র ৩ হাজার ৭৬০ কোটি টাকারও কম। অর্থাৎ নিট বিনিয়োগের তুলনায় লোকসান হবে ১ হাজার ৭২৫ কোটি টাকা বা সাড়ে ৩১ শতাংশ। তবে ফান্ডগুলোতে বিনিয়োগকারীদের মোট বিনিয়োগের তুলনায় বাজার মূল্যভিত্তিক সম্পদ মূল্য ৪১৩ কোটি ৭৪ লাখ টাকা বা সাড়ে ৭ শতাংশ বেশি রয়েছে। অর্থাৎ এসব ফান্ড থেকে বিভিন্ন কোম্পানির শেয়ারে যে বিনিয়োগ করা হয়েছে, তার বাজার মূল্য মোট বিনিয়োগের তুলনায় কিছুটা বেশি। তবে ৩৬টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ২০টিই এক যুগের বেশি সময় ধরে পরিচালিত হচ্ছে। ফলে এ সময়ে এই বেশি খুবই অপ্রতুল।

এদিকে ফান্ডগুলো থেকে যে শেয়ার কেনা হয়েছে, তার গড় মূল্য এক বছর আগের তুলনায় কিছুটা কমেছে। তার পরও ওই ক্রয় মূল্যের তুলনায় ২৮০ কোটি টাকা বা সাড়ে ৪ শতাংশ লোকসান রয়েছে এসব ফান্ডের। গত জুন শেষে যেখানে ফান্ডগুলোর অধীনে থাকা সম্পদের বাজার মূল্য ছিল ৫ হাজার ৮৯৮ কোটি টাকা, সেখানে এসব সম্পদের ক্রয় মূল্য ছিল ৬ হাজার ১৭৮ কোটি টাকা।

আরও পড়ুন: সূচকে উত্থানে লেনদেনের সমাপ্তি

এক বছর ব্যবধানে ৩৬টি মেয়াদি ফান্ডের মধ্যে মাত্র চারটির সম্পদ মূল্য (বাজার মূল্যভিত্তিক) সামান্য বেড়েছে। বাকিগুলোর ২ থেকে সাড়ে ১২ শতাংশ কমেছে। যেগুলোর সম্পদ মূল্য বেড়েছে, সেগুলো হলো– এআইবিএল প্রথম, গোল্ডেন জুবলি, ভিএএমএল বিডি প্রথম এবং ভিএএমএল আরবিবি। এর মধ্যে ভিএএমএল বিডি প্রথম নামক মিউচুয়াল ফান্ডটির ১০ টাকা অভিহিত মূল্যের ইউনিটের সম্পদ মূল্য ১৮ পয়সা করে বেড়ে ১১ টাকা ৬০ পয়সায় উন্নীত হয়েছে। বৃদ্ধির হার ১ দশমিক ৫৮ শতাংশ। বাকি তিনটির সম্পদ মূল্য বেড়েছে আধা শতাংশ বা তারও কম হারে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

মিউচুয়াল ফান্ডের সম্পদ মূল্য কমেছে ৩৪১ কোটি টাকা

আপডেট: ০৪:৪৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৬ মেয়াদি মিউচুয়াল ফান্ডের গত এক বছরে সম্পদ মূল্য কমেছে ৩৪১ কোটি টাকা। নেমেছে ৫ হাজার ৮৯৮ কোটি টাকায়। কমার হার সাড়ে ৫ শতাংশ। গত বছর জুন শেষে ফান্ডগুলোর সম্পদ মূল্য ছিল ৬ হাজার ২৩৯ কোটি টাকা। তবে একই সময়ে ক্রয়মূল্যভিত্তিক সম্পদ মূল্যও প্রায় ৮৫ কোটি টাকা বা ১ দশমিক ৩৬ শতাংশ কমে ৬ হাজার ২৩৯ কোটি টাকায় নেমেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত মেয়াদি মিউচুয়াল ফান্ডগুলোর জুন ২০২৩ এবং জুন ২০২২ সমাপ্ত সময়ের সম্পদ মূল্য পর্যালোচনায় এমন তথ্য মিলেছে। মিউচুয়াল ফান্ড হলো পুঁজিবাজারে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সমন্বিত বিনিয়োগ স্কিম। চলতি বছরের জুন শেষে এসব ফান্ডের সর্বমোট পরিশোধিত মূলধন ছিল ৫ হাজার ৪৮৪ কোটি ৫৮ লাখ টাকা।

তবে বিনিয়োগকারীরা নিজেরা যদি তাদের হাতে থাকা ইউনিটগুলো সেকেন্ডারি বাজারে বিক্রি করতে চান, তবে মূল্য পাবেন মাত্র ৩ হাজার ৭৬০ কোটি টাকারও কম। অর্থাৎ নিট বিনিয়োগের তুলনায় লোকসান হবে ১ হাজার ৭২৫ কোটি টাকা বা সাড়ে ৩১ শতাংশ। তবে ফান্ডগুলোতে বিনিয়োগকারীদের মোট বিনিয়োগের তুলনায় বাজার মূল্যভিত্তিক সম্পদ মূল্য ৪১৩ কোটি ৭৪ লাখ টাকা বা সাড়ে ৭ শতাংশ বেশি রয়েছে। অর্থাৎ এসব ফান্ড থেকে বিভিন্ন কোম্পানির শেয়ারে যে বিনিয়োগ করা হয়েছে, তার বাজার মূল্য মোট বিনিয়োগের তুলনায় কিছুটা বেশি। তবে ৩৬টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ২০টিই এক যুগের বেশি সময় ধরে পরিচালিত হচ্ছে। ফলে এ সময়ে এই বেশি খুবই অপ্রতুল।

এদিকে ফান্ডগুলো থেকে যে শেয়ার কেনা হয়েছে, তার গড় মূল্য এক বছর আগের তুলনায় কিছুটা কমেছে। তার পরও ওই ক্রয় মূল্যের তুলনায় ২৮০ কোটি টাকা বা সাড়ে ৪ শতাংশ লোকসান রয়েছে এসব ফান্ডের। গত জুন শেষে যেখানে ফান্ডগুলোর অধীনে থাকা সম্পদের বাজার মূল্য ছিল ৫ হাজার ৮৯৮ কোটি টাকা, সেখানে এসব সম্পদের ক্রয় মূল্য ছিল ৬ হাজার ১৭৮ কোটি টাকা।

আরও পড়ুন: সূচকে উত্থানে লেনদেনের সমাপ্তি

এক বছর ব্যবধানে ৩৬টি মেয়াদি ফান্ডের মধ্যে মাত্র চারটির সম্পদ মূল্য (বাজার মূল্যভিত্তিক) সামান্য বেড়েছে। বাকিগুলোর ২ থেকে সাড়ে ১২ শতাংশ কমেছে। যেগুলোর সম্পদ মূল্য বেড়েছে, সেগুলো হলো– এআইবিএল প্রথম, গোল্ডেন জুবলি, ভিএএমএল বিডি প্রথম এবং ভিএএমএল আরবিবি। এর মধ্যে ভিএএমএল বিডি প্রথম নামক মিউচুয়াল ফান্ডটির ১০ টাকা অভিহিত মূল্যের ইউনিটের সম্পদ মূল্য ১৮ পয়সা করে বেড়ে ১১ টাকা ৬০ পয়সায় উন্নীত হয়েছে। বৃদ্ধির হার ১ দশমিক ৫৮ শতাংশ। বাকি তিনটির সম্পদ মূল্য বেড়েছে আধা শতাংশ বা তারও কম হারে।

ঢাকা/এসএ