মুনাফা থেকে লোকসানে প্রাইম ফাইন্যান্স

- আপডেট: ১০:৪৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
- / ১০৪৪৪ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০২২ সালের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য তিন প্রান্তিকেই মুনাফা থেকে লোকসানে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউভ
তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর,২০২২)
তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি কনসুলেটেড লোকসান (ইপিএস) হয়েছে ৪৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ২০ পয়সা।
অপরদিকে, ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর,২২) কোম্পানিটির শেয়ারপ্রতি কনসুলেটেড লোকসান (ইপিএস) হয়েছে ১ টাকা ২৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২৯ পয়সা।
আরও পড়ুন: প্রাইম ফাইন্যান্সের নো ডিভিডেন্ড ঘোষণা
দ্বিতীয় প্রান্তিক (জানুয়ারি-জুন,২০২২)
দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি কনসুলেটেড লোকসান (ইপিএস) হয়েছে ৪৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতিআয় ছিল ০৪ পয়সা।
অপরদিকে, ৬ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি কনসুলেটেড লোকসান (ইপিএস) হয়েছে ৭৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতিআয় ছিল ০৯ পয়সা।
প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ,২২)
প্রথম প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি কনসুলেটেড লোকসান করেছিল ৩৪ পয়সা। আগের বছর আয় করেছিল ০.০৫ পয়সা।
ঢাকা/টিএ