মূলধনী যন্ত্রপাতি আমদানিতে শুল্ক প্রত্যাহার চায় এফবিসিসিআই

- আপডেট: ০৬:২২:৫৯ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
- / ১০৩৬৫ বার দেখা হয়েছে
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম বলেছেন, রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) বিনিয়োগকারীদের মূলধনী যন্ত্রপাতি আমদানির ওপর আরোপ করা শুল্ক প্রত্যাহার না করলে তারা অসুবিধায় পড়বে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ শনিবার (৮ জুন) ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ইপিজেডে বিনিয়োগকারীদের সুবিধা থাকলে বিদেশিরা বিনিয়োগে আগ্রহী হবে, এগিয়ে আসবে দেশীয় উদ্যোক্তারা।
আরও পড়ুন: ‘করসুবিধা দিয়ে বাজারের সবকিছু ঠিক করা সম্ভব নয়’
২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ইপিজেডে বিনিয়োগকারীদের মূলধনী যন্ত্রপাতি আমদানির ওপর এক শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এর আগে মূলধনী যন্ত্রপাতি আমদানিতে শূন্য শতাংশ শুল্ক ছিল।
এ সময় মেট্রপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান টি রহমান, ঢাকা চেম্বার সভাপতি আশরাফ আহমেদসহ এফবিসিসিআই পরিচালনা পর্ষদের সদস্য ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এফবিসিসিআই সভাপতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফসলি জমিতে কারখানা গড়তে নিরুৎসাহিত করছেন। এক্ষেত্রে ইপিজেডে বিনিয়োগকারীদের মূলধনী যন্ত্রপাতি আমদানির ওপর শুল্ক বসলে আমদানিকারক উৎসাহ পাবেন না। শুল্কমুক্ত সুবিধা আরও ৫ বছর রাখার দাবি জানাচ্ছি।
ঢাকা/এসএইচ