০৪:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪

মূল্যস্ফীতি কমাতে সুদহার বাড়ালো বাংলাদেশ ব্যাংক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:২০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
  • / ৪১৯০ বার দেখা হয়েছে

ফাইল ফটো

আগামী ডিসেম্বরে মধ্যে মূল্যস্ফীতি ৮ শতাংশে নামিয়ে আনতে সুদহার বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য নীতি সুদহার বা রেপো রেট একবারে দশমিক ৭৫ শতাংশ পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন নীতি সুদহার ৬ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করার ফলে রেপো রেট হবে ৭ দশমিক ২৫ শতাংশ। বুধবার (৪ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের উচ্চপর্যায়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

নতুন নির্দেশনা অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলো যে টাকা ধার করে, তার সুদহার বাড়বে। বাড়বে ব্যাংকগুলোতে রাখা আমানত ও ব্যাংকঋণের সুদহার। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক আরও সংকোচনমূলক মুদ্রা সরবরাহের পথে হাঁটার সিদ্ধান্ত নিল।

নতুন এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক গণমাধ্যমকে বলেন, মূল্যস্ফীতি কমাতে নীতি সুদহার দশমিক ৭৫ শতাংশীয় পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ট্রেজারি বন্ড বিলের সুদ বাড়ায় স্মার্ট রেট বৃদ্ধি পাবে। আর ছয় মাসের ট্রজারি বিলের গড় হিসাবে স্মার্ট সুদের হার নির্দারণ করায় এখন থেকে আমানত ও ঋণের সুদহারও বৃদ্ধি পাবে।

আরও পড়ুন: সোনার দাম ভরিতে কমলো এক হাজার ১৬৬ টাকা

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী জুলাইয়ে স্মার্ট রেট ছিল ৭ দশমিক ১০ শতাংশ। আগস্টে তা বেড়ে হয়েছে ৭ দশমিক ১৪ শতাংশ, যা চলতি সেপ্টেম্বরেও অপরিবর্তিত রয়েছে। এই সুদের হার অক্টোবরে ৭ দশমিক ২০ করা হয়। সেখানে নতুন করে নীতি সুদহার বৃদ্ধির ফলে সকল সুদ বৃদ্ধি পাবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলছে, দেশে গত সেপ্টেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৬৩ শতাংশ। যা আগস্টে ছিল ৯ দশমিক ৯২ শতাংশ। তবে সেপ্টেম্বর মাসে গ্রাম-শহরনির্বিশেষে খাদ্য মূল্যস্ফীতি এখনো ১২ শতাংশের ওপরেই ছিল। গত আগস্টে খাদ্য মূল্যস্ফীতি ১২ দশমিক ৫৪ শতাংশে ওঠেছিল।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x

মূল্যস্ফীতি কমাতে সুদহার বাড়ালো বাংলাদেশ ব্যাংক

আপডেট: ১২:২০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩

আগামী ডিসেম্বরে মধ্যে মূল্যস্ফীতি ৮ শতাংশে নামিয়ে আনতে সুদহার বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য নীতি সুদহার বা রেপো রেট একবারে দশমিক ৭৫ শতাংশ পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন নীতি সুদহার ৬ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করার ফলে রেপো রেট হবে ৭ দশমিক ২৫ শতাংশ। বুধবার (৪ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের উচ্চপর্যায়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

নতুন নির্দেশনা অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলো যে টাকা ধার করে, তার সুদহার বাড়বে। বাড়বে ব্যাংকগুলোতে রাখা আমানত ও ব্যাংকঋণের সুদহার। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক আরও সংকোচনমূলক মুদ্রা সরবরাহের পথে হাঁটার সিদ্ধান্ত নিল।

নতুন এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক গণমাধ্যমকে বলেন, মূল্যস্ফীতি কমাতে নীতি সুদহার দশমিক ৭৫ শতাংশীয় পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ট্রেজারি বন্ড বিলের সুদ বাড়ায় স্মার্ট রেট বৃদ্ধি পাবে। আর ছয় মাসের ট্রজারি বিলের গড় হিসাবে স্মার্ট সুদের হার নির্দারণ করায় এখন থেকে আমানত ও ঋণের সুদহারও বৃদ্ধি পাবে।

আরও পড়ুন: সোনার দাম ভরিতে কমলো এক হাজার ১৬৬ টাকা

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী জুলাইয়ে স্মার্ট রেট ছিল ৭ দশমিক ১০ শতাংশ। আগস্টে তা বেড়ে হয়েছে ৭ দশমিক ১৪ শতাংশ, যা চলতি সেপ্টেম্বরেও অপরিবর্তিত রয়েছে। এই সুদের হার অক্টোবরে ৭ দশমিক ২০ করা হয়। সেখানে নতুন করে নীতি সুদহার বৃদ্ধির ফলে সকল সুদ বৃদ্ধি পাবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলছে, দেশে গত সেপ্টেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৬৩ শতাংশ। যা আগস্টে ছিল ৯ দশমিক ৯২ শতাংশ। তবে সেপ্টেম্বর মাসে গ্রাম-শহরনির্বিশেষে খাদ্য মূল্যস্ফীতি এখনো ১২ শতাংশের ওপরেই ছিল। গত আগস্টে খাদ্য মূল্যস্ফীতি ১২ দশমিক ৫৪ শতাংশে ওঠেছিল।

ঢাকা/এসএ