মূল্য সংবেদনশীল তথ্য নেই ইউনিক হোটেলের

- আপডেট: ১১:৪৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
- / ১০৩৪৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদনঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায় ডিএসইকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র বলছে, সম্প্রতি ইউনিক হোটেলের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই ৩ অক্টোবর নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এদিকে বাজার পরযবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৫ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ৪৫ টাকা ১০ পয়সা । ৩ অক্টোবর কোম্পানিটির শেয়ার দর ৬২ টাকা ২০ পয়সায় উন্নীত হয়।
প্রস্নগত, কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
ঢাকা/ এমটি