১২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

মেছতার দাগ কমিয়ে ফেলার উপায়

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৩৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
  • / ৪১৭৬ বার দেখা হয়েছে

মেছতা বলতে মুখে কালো অথবা বাদামী ছোপ পড়া কে বোঝায়। যাদের দিনের অধিকাংশ সময় রৌদ্রে থাকতে হয়, আস্তে আস্তে তাদের ত্বকে মেছতা পড়ে যায়, তাছাড়া চুলার আগুনের তাপেও মেছতার সৃষ্টি হয়। অনেকে আছেন যাচাই না করেই বিভিন্ন ধরণের কসমেটিকস ব্যবহার করে থাকেন। যেগুলো পরবর্তীতে ত্বকে মেছতার আবির্ভাব ঘটায়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তবে কিছু উপায়ে মেছতার দাগ কমানো যায়, তার মধ্যে একটি হলো ফেস প্যাক ব্যবহার করা। চলুন, যেনে নেওয়া যাক ফেস প্যাক বানানোর উপায়।

আরও পড়ুন: সারাদিন কেমন কাটবে, জেনে নিন রাশিফলে

ফেস প্যাক বানানোর প্রক্রিয়া –

একটি আলু ছিলে নিয়ে গ্রেট করে নিতে হবে। এবার ভালো ভাবে চিপড়ে আলুর রস গুলো বের করে নিন। আলুর রসের মধ্যে পেস্ট তৈরী করা যাবে সেই হিসাবে প্রয়োজন মতো বেসন ও চালের গুড়ি ঢেলে দিন। যেহেতু আলুর রস কম বা বেশি হতে পারে সেই হিসাবে বেসন ও চালের গুড়ির পরিমাণ কম – বেশি নিতে হবে। এবার ভালো করে মিক্স করে নিয়ে মুখে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করতে হবে। তারপর কমপক্ষে ১০ মিনিট রেখে মুখ ধূয়ে ফেলতে হবে। দৈনিক ব্যবহারে ভালো একটি ফলাফল লক্ষ করতে পারবেন।

ঢাকা/এসএম

ট্যাগঃ

শেয়ার করুন

x
English Version

মেছতার দাগ কমিয়ে ফেলার উপায়

আপডেট: ০৩:৩৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩

মেছতা বলতে মুখে কালো অথবা বাদামী ছোপ পড়া কে বোঝায়। যাদের দিনের অধিকাংশ সময় রৌদ্রে থাকতে হয়, আস্তে আস্তে তাদের ত্বকে মেছতা পড়ে যায়, তাছাড়া চুলার আগুনের তাপেও মেছতার সৃষ্টি হয়। অনেকে আছেন যাচাই না করেই বিভিন্ন ধরণের কসমেটিকস ব্যবহার করে থাকেন। যেগুলো পরবর্তীতে ত্বকে মেছতার আবির্ভাব ঘটায়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তবে কিছু উপায়ে মেছতার দাগ কমানো যায়, তার মধ্যে একটি হলো ফেস প্যাক ব্যবহার করা। চলুন, যেনে নেওয়া যাক ফেস প্যাক বানানোর উপায়।

আরও পড়ুন: সারাদিন কেমন কাটবে, জেনে নিন রাশিফলে

ফেস প্যাক বানানোর প্রক্রিয়া –

একটি আলু ছিলে নিয়ে গ্রেট করে নিতে হবে। এবার ভালো ভাবে চিপড়ে আলুর রস গুলো বের করে নিন। আলুর রসের মধ্যে পেস্ট তৈরী করা যাবে সেই হিসাবে প্রয়োজন মতো বেসন ও চালের গুড়ি ঢেলে দিন। যেহেতু আলুর রস কম বা বেশি হতে পারে সেই হিসাবে বেসন ও চালের গুড়ির পরিমাণ কম – বেশি নিতে হবে। এবার ভালো করে মিক্স করে নিয়ে মুখে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করতে হবে। তারপর কমপক্ষে ১০ মিনিট রেখে মুখ ধূয়ে ফেলতে হবে। দৈনিক ব্যবহারে ভালো একটি ফলাফল লক্ষ করতে পারবেন।

ঢাকা/এসএম