মে মাসে পণ্য রফতানি কমেছে ১৬ শতাংশ

- আপডেট: ০৬:২৯:০১ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪
- / ১০৩৬৭ বার দেখা হয়েছে
চলতি বছরের মে মাসে বাংলাদেশ থেকে বিশ্ববাজারে ৪০৭ কোটি ৯ লাখ ৩০ হাজার ডলারের পণ্য রফতানি হয়েছে। আগের বছরের একই মাসের তুলনায় যা ১৬ দশমিক ০৬ শতাংশ কম। ২০২৩ সালের মে মাসে রফতানি হয় ৪৮৪ কোটি ৯৬ লাখ ডলারের পণ্য।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বুধবার (৫ জুন) প্রকাশিত প্রতিবেদনে ইপিবি দাবি করেছে, অর্থমূল্য বিবেচনায় বাংলাদেশ থেকে রফতানি হওয়া শীর্ষ পণ্যগুলো হলো পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, পাট ও পাটজাত পণ্য এবং হোম টেক্সটাইল।
আরও পড়ুন: বাড়তে পারে যেসব পণ্যের দাম
অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) পোশাক রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৮৬ শতাংশ। চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি প্রবৃদ্ধি ঋণাত্মক ১৪ দশমিক ১৭ শতাংশ। কৃষি পণ্যের রফতানি প্রবৃদ্ধি ৮ দশমিক ২ শতাংশ। পাট ও পাটপণ্যের রফতানি প্রবৃদ্ধি ঋণাত্মক ৭ দশমিক ৫৩ শতাংশ। হোম টেক্সটাইল পণ্যের রফতানি প্রবৃদ্ধি ঋণাত্মক ২৪ দশমিক ২৯ শতাংশ।
ঢাকা/এসএইচ