১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪

ম্যাক্স পেইন পুনর্নির্মাণ করবে রিমেডি ও রকস্টার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৫১:৪১ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
  • / ৪১৪৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: একসময়ের বহুল জনপ্রিয় কম্পিউটার গেম ম্যাক্স পেইন সিরিজ পুনর্নির্মাণ করতে যাচ্ছে রিমেডি ও রকস্টার গেমস। তবে সিরিজের প্রথম দুটি ভার্সনেই শুধু আপডেট আনা হবে বলে প্রতিষ্ঠান দুটি সূত্রে জানা গিয়েছে। একাধিক প্লাটফর্মে গেম দুটি খেলা যাবে। খবর গ্যাজেটসনাউ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

দুটি স্টুডিওই নতুন প্রকাশনা চুক্তির অধীনে কম্পিউটার, প্লেস্টেশন ৫ এবং এক্সবক্স সিরিজ এক্স ও এসের জন্য গেম দুটির উন্নয়নে কাজ করবে। গেমগুলোর টাইটেল হলো ম্যাক্সপেইন ওয়ান এবং ম্যাক্স পেইন টু: দ্য ফল অব ম্যাক্স পেইন। চুক্তির অধীনে রকস্টার আর্থিকভাবে সহায়তা করবে এবং রিমেডি উন্নয়নসংক্রান্ত কার্যক্রম দেখভাল করবে।

রিমেডি এন্টারটেইনমেন্ট এর আগে তাদের নিজস্ব নর্থলাইট গেম ইঞ্জিন ব্যবহারের মাধ্যমে কন্ট্রোল ও অ্যালান ওয়েক টু এর উন্নয়ন কাজ সম্পন্ন করেছে। ম্যাক্স পেইন পুনর্নির্মাণেও একই ইঞ্জিন ব্যবহার করবে প্রতিষ্ঠানটি। ক্ল্যাসিক গেমটিও রকস্টার গেমসের সঙ্গে চুক্তির অংশ। ম্যাক্স পেইন ৩-এর উন্নয়নেও কাজ করছে রকস্টার। গেম দুটি রিমেডির সর্বাধুনিক ইঞ্জিন ব্যবহারের মাধ্যমে পুনর্নির্মাণ করা হলেও এ প্রকল্পে ট্রিপল এর মতো বড় বিনিয়োগ থাকবে বলে ধারণা করা হচ্ছে।

ঢাকা/এসএম

শেয়ার করুন

x

ম্যাক্স পেইন পুনর্নির্মাণ করবে রিমেডি ও রকস্টার

আপডেট: ০৩:৫১:৪১ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: একসময়ের বহুল জনপ্রিয় কম্পিউটার গেম ম্যাক্স পেইন সিরিজ পুনর্নির্মাণ করতে যাচ্ছে রিমেডি ও রকস্টার গেমস। তবে সিরিজের প্রথম দুটি ভার্সনেই শুধু আপডেট আনা হবে বলে প্রতিষ্ঠান দুটি সূত্রে জানা গিয়েছে। একাধিক প্লাটফর্মে গেম দুটি খেলা যাবে। খবর গ্যাজেটসনাউ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

দুটি স্টুডিওই নতুন প্রকাশনা চুক্তির অধীনে কম্পিউটার, প্লেস্টেশন ৫ এবং এক্সবক্স সিরিজ এক্স ও এসের জন্য গেম দুটির উন্নয়নে কাজ করবে। গেমগুলোর টাইটেল হলো ম্যাক্সপেইন ওয়ান এবং ম্যাক্স পেইন টু: দ্য ফল অব ম্যাক্স পেইন। চুক্তির অধীনে রকস্টার আর্থিকভাবে সহায়তা করবে এবং রিমেডি উন্নয়নসংক্রান্ত কার্যক্রম দেখভাল করবে।

রিমেডি এন্টারটেইনমেন্ট এর আগে তাদের নিজস্ব নর্থলাইট গেম ইঞ্জিন ব্যবহারের মাধ্যমে কন্ট্রোল ও অ্যালান ওয়েক টু এর উন্নয়ন কাজ সম্পন্ন করেছে। ম্যাক্স পেইন পুনর্নির্মাণেও একই ইঞ্জিন ব্যবহার করবে প্রতিষ্ঠানটি। ক্ল্যাসিক গেমটিও রকস্টার গেমসের সঙ্গে চুক্তির অংশ। ম্যাক্স পেইন ৩-এর উন্নয়নেও কাজ করছে রকস্টার। গেম দুটি রিমেডির সর্বাধুনিক ইঞ্জিন ব্যবহারের মাধ্যমে পুনর্নির্মাণ করা হলেও এ প্রকল্পে ট্রিপল এর মতো বড় বিনিয়োগ থাকবে বলে ধারণা করা হচ্ছে।

ঢাকা/এসএম