০৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

যশোরে ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক ও হেলপার নিহত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৪০:৫১ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
  • / ১০৩৮৪ বার দেখা হয়েছে

যশোরে ট্রেনের ধাক্কায় মালবোঝাই একটি ট্রাকে থাকা চালক ও হেলপার নিহত হয়েছেন। আজ রবিবার (২৪ ডিসেম্বর) ভোর ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে যশোরের চূড়ামনকাটি রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

স্থানীয় সাংবাদিক ওহিদুজ্জামান মিলন ঘটনাস্থল থেকে জানান, ট্রেনটি খুলনার দিকে এবং ভুষিবোঝাই ট্রাকটি চৌগাছার দিকে যাচ্ছিল। রেল ক্রসিংয়ে দায়িত্বরত গেটম্যান তখন ছিলেন না।

ঘটনাস্থলে থাকা লোকজনের সঙ্গে কথা বলে তিনি জানান, নিহতরা হলেন ট্রাকচালক পারভেজ (৫০) ও হেলপার নাজমুল (৪০)। তাদের বাড়ি যথাক্রমে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাগমারি গ্রাম এবং মহেশপুর উপজেলার আজমপুর গ্রামে। তবে দায়িত্বশীল কারও কাছ থেকেই নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

যশোর রেলের স্টেশন মাস্টার আইনাল হাসান বলেন, ভোর ৫টার দিকে চিলাহাটি থেকে খুলনামুখী রকেট মেল ট্রেনটি ছিল। দুর্ঘটনার খবর শুনেছি, তবে বিস্তারিত জানি না।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে যশোর সেনানিবাস ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। সিনিয়র স্টেশন কর্মকর্তা নাহিদ মামুন বলেন, সকাল ৫টা ৪৫ মিনিটে আমরা দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। ভুষিবোঝাই ট্রাকটি উল্টে গেছিল তার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আমরা স্পট ডেড হিসেবে ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করি।

আরও পড়ুন: সাড়ে সাত ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

তিনি আরও বলেন, আমরা রেল লাইনের উপরে পড়া থাকা ভুষি পরিষ্কার করি। পরে পুলিশ এসে ট্রেকার দিয়ে ট্রাকটি সরিয়ে ফেলে।

স্থানীয় সাজিয়ালি ক্যাম্পের ইনচার্জ এসআই সেলিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ট্রেনের সাথে ট্রাকের ধাক্কায় ট্রাকচালক ও হেলপারের মৃত্যু হয়েছে। বিষয়টি জিআরপি পুলিশের।

জানতে চাইলে যশোর রেল পুলিশের এসআই শাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। দুই জনের মৃত্যু হয়েছে। তাদের সুরতহাল রিপোর্ট করছি। পরে কথা বলি।

ঢাকা/কেএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

যশোরে ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক ও হেলপার নিহত

আপডেট: ১২:৪০:৫১ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩

যশোরে ট্রেনের ধাক্কায় মালবোঝাই একটি ট্রাকে থাকা চালক ও হেলপার নিহত হয়েছেন। আজ রবিবার (২৪ ডিসেম্বর) ভোর ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে যশোরের চূড়ামনকাটি রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

স্থানীয় সাংবাদিক ওহিদুজ্জামান মিলন ঘটনাস্থল থেকে জানান, ট্রেনটি খুলনার দিকে এবং ভুষিবোঝাই ট্রাকটি চৌগাছার দিকে যাচ্ছিল। রেল ক্রসিংয়ে দায়িত্বরত গেটম্যান তখন ছিলেন না।

ঘটনাস্থলে থাকা লোকজনের সঙ্গে কথা বলে তিনি জানান, নিহতরা হলেন ট্রাকচালক পারভেজ (৫০) ও হেলপার নাজমুল (৪০)। তাদের বাড়ি যথাক্রমে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাগমারি গ্রাম এবং মহেশপুর উপজেলার আজমপুর গ্রামে। তবে দায়িত্বশীল কারও কাছ থেকেই নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

যশোর রেলের স্টেশন মাস্টার আইনাল হাসান বলেন, ভোর ৫টার দিকে চিলাহাটি থেকে খুলনামুখী রকেট মেল ট্রেনটি ছিল। দুর্ঘটনার খবর শুনেছি, তবে বিস্তারিত জানি না।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে যশোর সেনানিবাস ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। সিনিয়র স্টেশন কর্মকর্তা নাহিদ মামুন বলেন, সকাল ৫টা ৪৫ মিনিটে আমরা দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। ভুষিবোঝাই ট্রাকটি উল্টে গেছিল তার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আমরা স্পট ডেড হিসেবে ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করি।

আরও পড়ুন: সাড়ে সাত ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

তিনি আরও বলেন, আমরা রেল লাইনের উপরে পড়া থাকা ভুষি পরিষ্কার করি। পরে পুলিশ এসে ট্রেকার দিয়ে ট্রাকটি সরিয়ে ফেলে।

স্থানীয় সাজিয়ালি ক্যাম্পের ইনচার্জ এসআই সেলিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ট্রেনের সাথে ট্রাকের ধাক্কায় ট্রাকচালক ও হেলপারের মৃত্যু হয়েছে। বিষয়টি জিআরপি পুলিশের।

জানতে চাইলে যশোর রেল পুলিশের এসআই শাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। দুই জনের মৃত্যু হয়েছে। তাদের সুরতহাল রিপোর্ট করছি। পরে কথা বলি।

ঢাকা/কেএ