১০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

যাত্রীবাহী বাসের ধাক্কায় শিক্ষকসহ নিহত ৩

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:১৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
  • / ১০৫৬০ বার দেখা হয়েছে

ফাইল ফটো

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মাদ্রাসা শিক্ষকসহ ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭মার্চ) বেলা দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের মোটরসাইকেল চালক এমএ হাসিব (৫০)। তিনি মাজড়া সিনিয়র ফাজিল মাদ্রাসার মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। এছাড়া কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের বাইসাইকেল আরোহী লোকমান শেখের ছেলে দবির শেখ (১৭ ) ও মো. রাজা মিয়া ফকিরের ছেলে আব্দুর রহিম ফকির (২৬)।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই মানবেন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় একটি মোটরসাইকেল ও বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক এম এ হাসিব ঘটনাস্থলে নিহত হন এবং বাইসাইকেল আরোহী দবির শেখ ও আব্দুর রহিম গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ সময় ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় কিছু সময়ের জন্য যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে যানচলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া নিয়ে হাইকোর্টে রিট

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক হাফিজ জানান, তিনজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

কাশিয়ানী থানার এসআই দেওয়ান সাদেকুল ইসলাম জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

যাত্রীবাহী বাসের ধাক্কায় শিক্ষকসহ নিহত ৩

আপডেট: ০৫:১৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মাদ্রাসা শিক্ষকসহ ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭মার্চ) বেলা দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের মোটরসাইকেল চালক এমএ হাসিব (৫০)। তিনি মাজড়া সিনিয়র ফাজিল মাদ্রাসার মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। এছাড়া কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের বাইসাইকেল আরোহী লোকমান শেখের ছেলে দবির শেখ (১৭ ) ও মো. রাজা মিয়া ফকিরের ছেলে আব্দুর রহিম ফকির (২৬)।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই মানবেন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় একটি মোটরসাইকেল ও বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক এম এ হাসিব ঘটনাস্থলে নিহত হন এবং বাইসাইকেল আরোহী দবির শেখ ও আব্দুর রহিম গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ সময় ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় কিছু সময়ের জন্য যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে যানচলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া নিয়ে হাইকোর্টে রিট

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক হাফিজ জানান, তিনজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

কাশিয়ানী থানার এসআই দেওয়ান সাদেকুল ইসলাম জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/এসএ