যা হয়েছে, সেটা ছিল একটি অনিচ্ছাকৃত ভুল: হাসনাত আব্দুল্লাহ

- আপডেট: ০৩:৪৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
- / ১০৩৫৪ বার দেখা হয়েছে
নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ ঘটেছে গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দলের আত্মপ্রকাশের পর আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়। তালিকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা-সমালোচনা চলছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এরই মধ্যে ফেসবুকে পোস্ট দিয়ে কোনো ভুল থাকলে ধরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শনিবার (১ মার্চ) বেলা ১১টা ৪১ মিনিটে ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে পোস্ট করে এই আহ্বান জানান তিনি।
পোস্টে যা লিখেছেন হাসনাত আব্দুল্লাহ
‘রাজনীতির আগেও আমার পরিচয়, আমি একজন মুসলমান। আমি আমার এই পরিচয় ধারণ করি, সবসময় করেই যাবো। আমার বিশ্বাসকে কিংবা আমার দেশের মানুষের বিশ্বাসকে আঘাত করে কোনো রাজনীতি আমি কখনও করবো না। স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই, ধর্মীয় মূল্যবোধের পরিপন্থি কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনও জায়গা পাবে না। যা হয়েছে, সেটা ছিল একটি অনিচ্ছাকৃত ভুল। আমরা নির্ভুল নই। কোনো ভুল করলে আপনারা আমাদের নিজের ভাই মনে করে ভুল ধরিয়ে দেবেন, এবং ‘যদি’, ‘কিন্তু’, ‘অথবা’ ব্যাতিত আমরা আমাদের ভুল সংশোধন করে নিবো।’
আরও পড়ুন: সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশন’ চালানো হবে: ডিবিপ্রধান
ঢাকা/টিএ