যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি দ্রুত কমার সুযোগ নেই: বাণিজ্য উপদেষ্টা

- আপডেট: ০১:৩৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
- / ১০৩০৬ বার দেখা হয়েছে
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে সরকার কাজ করছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, দুই দেশের মধ্যে যে বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে তা দ্রুত কমার কোনো সুযোগ নেই।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ বুধবার (১৬ এপ্রিল) সচিবালয়ে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের চড়া শুল্ক আরোপের চ্যালেঞ্জ ও সরকারের করণীয় বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যে একপেশে শুল্ক আরোপ করেছে, সেটি অবশ্যই দুশ্চিন্তার বিষয়। তবে তিন মাসের জন্য এই শুল্ক আরোপ স্থগিত রেখেছে। এ সময়ে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সরকার।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার বিশাল বাণিজ্যিক ঘাটতি দ্রুত কমার কোনো সুযোগ নেই। তবে বাণিজ্য ঘাটতি কমাতে সরকার কাজ করছে। অর্থনৈতিক সক্ষমতা এবং বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগিয়ে এই সমস্যার সমাধান করা হবে।
আরও পড়ুন: এক বছরে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় ৬১৬ কোটি টাকা
বাংলাদেশের পরিকল্পনা উপস্থাপন করলে, ভূরাজনৈতিক অবস্থানের কারণে বাণিজ্য ঘাটতি সহনীয় পর্যায়ে আসার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে জানিয়ে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ এবং নন ট্যারিফ যে কাঠামো রয়েছে, তা যুক্তরাষ্ট্র প্রশাসনকে বুঝিয়ে বলার পাশাপাশি শুল্ক আরোপ নিয়ে দেশটির প্রকৃত মনোভাব জানার চেষ্টা করা হবে।
ঢাকা/এসএইচ