০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রে ঝড়ে মৃত্যু তিন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:১৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
  • / ১০৪০৯ বার দেখা হয়েছে

শক্তিশালী ঝড়ে যুক্তরাষ্ট্রের তিন রাজ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পেনসিলভেনিয়া এবং ম্যাসাচুসেটসে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ দুই রাজ্যে দিনভর বৃষ্টিপাতে জনজীবন অচল হয়ে পড়েছে। এ ছাড়া দক্ষিণ ক্যারোলিনাতে আরও একজনের মৃত্যু হয়েছে। খবর সিএনএন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

নিহতদের মধ্যে ৮৯ বছরের এক ব্যক্তি রয়েছেন। ভারী বৃষ্টিপাতের কারণে গাছ ধসে পড়লে তার নিচে চাপ পড়েন ওই ব্যক্তি। পরে তাকে উদ্ধার করে হাসপাতারে নেয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এদিকে উত্তরপূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে রাস্তাঘাটে ২ থেকে ৪ ইঞ্চি পর্যন্ত পানি জমে গেছে। এ ছাড়া নিউইয়র্ক শহরের উত্তরপশ্চিমে পাঁচ ইঞ্চি বেশি পানি জমেছে।

নিউ জার্সির মেয়র জানিয়েছেন, বন্যার কারণে মধ্যরাতের আগেই বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

ঝড়ের কারণে নিউ ইংল্যান্ডে সতর্কতা জারি করা হয়েছে। মধ্য আটলান্টিকে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার।

আরও পড়ুন: ভূমিকম্পে চীনে নিহত শতাধিক

এদিকে বন্যার কারণে প্রায় ৭ লাখ ৩০ হাজার বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ছাড়া সোমবার পর্যন্ত ৫০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। বিলম্বে ছেড়েছে ৩ হাজার ৬০০ ফ্লাইট।

ঢাকা/কেএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

যুক্তরাষ্ট্রে ঝড়ে মৃত্যু তিন

আপডেট: ১০:১৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩

শক্তিশালী ঝড়ে যুক্তরাষ্ট্রের তিন রাজ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পেনসিলভেনিয়া এবং ম্যাসাচুসেটসে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ দুই রাজ্যে দিনভর বৃষ্টিপাতে জনজীবন অচল হয়ে পড়েছে। এ ছাড়া দক্ষিণ ক্যারোলিনাতে আরও একজনের মৃত্যু হয়েছে। খবর সিএনএন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

নিহতদের মধ্যে ৮৯ বছরের এক ব্যক্তি রয়েছেন। ভারী বৃষ্টিপাতের কারণে গাছ ধসে পড়লে তার নিচে চাপ পড়েন ওই ব্যক্তি। পরে তাকে উদ্ধার করে হাসপাতারে নেয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এদিকে উত্তরপূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে রাস্তাঘাটে ২ থেকে ৪ ইঞ্চি পর্যন্ত পানি জমে গেছে। এ ছাড়া নিউইয়র্ক শহরের উত্তরপশ্চিমে পাঁচ ইঞ্চি বেশি পানি জমেছে।

নিউ জার্সির মেয়র জানিয়েছেন, বন্যার কারণে মধ্যরাতের আগেই বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

ঝড়ের কারণে নিউ ইংল্যান্ডে সতর্কতা জারি করা হয়েছে। মধ্য আটলান্টিকে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার।

আরও পড়ুন: ভূমিকম্পে চীনে নিহত শতাধিক

এদিকে বন্যার কারণে প্রায় ৭ লাখ ৩০ হাজার বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ছাড়া সোমবার পর্যন্ত ৫০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। বিলম্বে ছেড়েছে ৩ হাজার ৬০০ ফ্লাইট।

ঢাকা/কেএ