০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতের রাষ্ট্রদূত পুলিশের এসকর্ট পাবেন না

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৪৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
  • / ৪২১৬ বার দেখা হয়েছে

বাংলাদেশে অবস্থানরত বিদেশি রাষ্ট্রদূতদের বৈষম্যহীনভাবে একই ধরনের নিরাপত্তা সুবিধা দেবে সরকার। এর ফলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ যারা পুলিশের এসকর্ট সুবিধা পেতেন, সেটি আর পাবেন না। সিদ্ধান্তটি এক সপ্তাহ আগে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠির মাধ্যমে দূতাবাস ও পুলিশকে জানানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউভ

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, ‘সব রাষ্ট্রদূতের অতিরিক্ত সুবিধা প্রত্যাহার করা হয়েছে। কারণ, উন্নত দেশে এ ধরনের সুবিধা কেউ দেয় না। এছাড়া আমাদের দেশে আইনশৃঙ্খলা এত খারাপ না যে রাস্তায় গুলি করে মেরে ফেলে, শপিং মলে গুলি করে মেরে ফেলে— এরকম আমাদের দেশে অবস্থা নেই।’

তিনি বলেন, তৃতীয় কারণ হচ্ছে কৃচ্ছ্রসাধন। অনেক দেশের রাষ্ট্রদূত বাড়তি সুবিধা নেওয়ার জন্য অনুরোধ করেছেন এবং এ কারণে এটি বেশি হয়ে যাচ্ছিল। দিন দিন খালি বাড়ছিল।’

আরও পড়ুন: জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কার

আমাদের ফোর্সগুলো প্রয়োজন, কারণ আমাদের মেট্রো ও পদ্মা সেতু চালু হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, কেউ যদি চায় এই ফোর্স, তারা ভাড়া করতে পারবে অর্থের বিনিময়ে এবং এটি অন্য দেশেও আছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উন্নত দেশে কোনও রাষ্ট্রদূত পতাকা উড়িয়ে ভ্রমণ করেন না—আমেরিকা, যুক্তরাজ্য বা ইউরোপের কোনও দেশে। আমরা চিন্তা করছি, এ বিষয়টিও আমরা প্রত্যাহার করবো কিনা।’

ঢাকা/এসএ

শেয়ার করুন

x

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতের রাষ্ট্রদূত পুলিশের এসকর্ট পাবেন না

আপডেট: ১০:৪৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩

বাংলাদেশে অবস্থানরত বিদেশি রাষ্ট্রদূতদের বৈষম্যহীনভাবে একই ধরনের নিরাপত্তা সুবিধা দেবে সরকার। এর ফলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ যারা পুলিশের এসকর্ট সুবিধা পেতেন, সেটি আর পাবেন না। সিদ্ধান্তটি এক সপ্তাহ আগে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠির মাধ্যমে দূতাবাস ও পুলিশকে জানানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউভ

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, ‘সব রাষ্ট্রদূতের অতিরিক্ত সুবিধা প্রত্যাহার করা হয়েছে। কারণ, উন্নত দেশে এ ধরনের সুবিধা কেউ দেয় না। এছাড়া আমাদের দেশে আইনশৃঙ্খলা এত খারাপ না যে রাস্তায় গুলি করে মেরে ফেলে, শপিং মলে গুলি করে মেরে ফেলে— এরকম আমাদের দেশে অবস্থা নেই।’

তিনি বলেন, তৃতীয় কারণ হচ্ছে কৃচ্ছ্রসাধন। অনেক দেশের রাষ্ট্রদূত বাড়তি সুবিধা নেওয়ার জন্য অনুরোধ করেছেন এবং এ কারণে এটি বেশি হয়ে যাচ্ছিল। দিন দিন খালি বাড়ছিল।’

আরও পড়ুন: জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কার

আমাদের ফোর্সগুলো প্রয়োজন, কারণ আমাদের মেট্রো ও পদ্মা সেতু চালু হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, কেউ যদি চায় এই ফোর্স, তারা ভাড়া করতে পারবে অর্থের বিনিময়ে এবং এটি অন্য দেশেও আছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উন্নত দেশে কোনও রাষ্ট্রদূত পতাকা উড়িয়ে ভ্রমণ করেন না—আমেরিকা, যুক্তরাজ্য বা ইউরোপের কোনও দেশে। আমরা চিন্তা করছি, এ বিষয়টিও আমরা প্রত্যাহার করবো কিনা।’

ঢাকা/এসএ