১০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বিবৃতি নিয়ে ভাবছি না: পররাষ্ট্রমন্ত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:২৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
  • / ৪১১৩ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যে বিবৃতি দিয়েছে তা নিয়ে ভাবছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় ফরেন সার্ভিস একাডেমিতে দেশি-বিদেশি কূটনীতিক, সাংবাদিক ও পর্যবেক্ষকদের ব্রিফিং শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

পররাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক প্রতিকূলতার মধ্যেও ৭ জানুয়ারি মানুষ ভোট দিয়েছে।

৭ জানুয়ারির নির্বাচনের সবাই প্রশংসা করেছে দাবি করে আব্দুল মোমেন বলেন, সব দেশই আমাদের ভালো বলেছে। বলেছে সুষ্ঠু, সুন্দর নির্বাচন হয়েছে। এটা বিশ্বাসযোগ্য নির্বাচন ছিল।

নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রশ্ন তোলার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা ভালো বলেছে, নির্বাচনের প্রশংসা করেছে। তারা আমাদের সঙ্গে যে সম্পর্ক আছে, সেটা বলবৎ রাখবে। তবে তারা মানবাধিকারের যে বিষয়টির কথা বলেছে, সেটা ডায়নামিক ইস্যু। এগুলোর কোনো শেষ নেই। আমরা এসব বিষয় নিয়ে কাজ করছি।

আরও পড়ুন: ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৩ জানুয়ারি

নির্বাচন বিষয়ে কূটনীতিকদের ব্রিফিংয়ে অংশীদারিত্ব ও সহযোগিতামূলক আচরণ আশা করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, নতুন বছরে আমরা খুবই সুন্দর একটি বাংলাদেশের প্রত্যাশা করছি। সব দেশগুলোর সঙ্গে ভালো সহযোগিতা ও অংশীদারিত্ব প্রত্যাশা করছি।

ব্রিফিংয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুকসহ বিভিন্ন দেশের মিশন, কূটনীতিক, পেশাজীবী, নির্বাচনী পর্যবেক্ষক, সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এ এস এম মাকসুদ কামালসহ বিশিষ্টজন ও গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

ঢাকা/এসএম

শেয়ার করুন

x

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বিবৃতি নিয়ে ভাবছি না: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট: ০৬:২৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যে বিবৃতি দিয়েছে তা নিয়ে ভাবছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় ফরেন সার্ভিস একাডেমিতে দেশি-বিদেশি কূটনীতিক, সাংবাদিক ও পর্যবেক্ষকদের ব্রিফিং শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

পররাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক প্রতিকূলতার মধ্যেও ৭ জানুয়ারি মানুষ ভোট দিয়েছে।

৭ জানুয়ারির নির্বাচনের সবাই প্রশংসা করেছে দাবি করে আব্দুল মোমেন বলেন, সব দেশই আমাদের ভালো বলেছে। বলেছে সুষ্ঠু, সুন্দর নির্বাচন হয়েছে। এটা বিশ্বাসযোগ্য নির্বাচন ছিল।

নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রশ্ন তোলার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা ভালো বলেছে, নির্বাচনের প্রশংসা করেছে। তারা আমাদের সঙ্গে যে সম্পর্ক আছে, সেটা বলবৎ রাখবে। তবে তারা মানবাধিকারের যে বিষয়টির কথা বলেছে, সেটা ডায়নামিক ইস্যু। এগুলোর কোনো শেষ নেই। আমরা এসব বিষয় নিয়ে কাজ করছি।

আরও পড়ুন: ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৩ জানুয়ারি

নির্বাচন বিষয়ে কূটনীতিকদের ব্রিফিংয়ে অংশীদারিত্ব ও সহযোগিতামূলক আচরণ আশা করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, নতুন বছরে আমরা খুবই সুন্দর একটি বাংলাদেশের প্রত্যাশা করছি। সব দেশগুলোর সঙ্গে ভালো সহযোগিতা ও অংশীদারিত্ব প্রত্যাশা করছি।

ব্রিফিংয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুকসহ বিভিন্ন দেশের মিশন, কূটনীতিক, পেশাজীবী, নির্বাচনী পর্যবেক্ষক, সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এ এস এম মাকসুদ কামালসহ বিশিষ্টজন ও গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

ঢাকা/এসএম