০৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

যে কারণে বরকে নিয়ে পালাল ঘোড়া

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
  • / ১০৪৪৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: সবাই চায় নিজের বিয়ের দিনটিকে স্মরণীয় করে রাখতে। সেজন্য বিয়ে করতে কনের বাড়ি যাওয়ার সময় কেউ বেছে নেয় হেলিকপ্টার, কেউ হাতি, কেউ আবার ঘোড়া। তবে এই ঘোড়ায় চড়ে বিয়ে করতে গিয়ে বেশ বিপাকে পড়েছেন এক যুবক।

ভারতের রাজস্থানের রামপুরা গ্রামে এই ঘটনা ঘটেছে। ওই ঘটনা ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, বরের আগমনের প্রতীক্ষায় কনের বাড়ির সামনে অপেক্ষায় সবাই। রাজকীয় ভাবে ঘোড়ার চড়ে কনের বাড়িতে পৌঁছান বর। কিন্তু কনের বাড়ির সামনে থেকেই বরকে নিয়ে এক দৌঁড়ে পালিয়ে যায় ঘোড়া। ঘোড়ার সহিস কোনোভাবেই আটকাতে পারেনি ঘোড়াটিকে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

কনের বাড়ির সদস্যরা বরকে স্বাগত জানাতে বোমা ফোটাতে শুরু করলে ভয় পেয়ে এই কাণ্ড করে ঘোড়াটি। এ সময় বর ঘোড়ার পিঠ থেকে নামার চেষ্টা করেও পারেনি।

পরে অন্যরা গাড়ি আর মোটরসাইকেল নিয়ে ঘোড়াটির পিছু নেয়। বরকে নিয়ে চার কিলোমিটার দৌঁড়ানোর পর ঘোড়াটিকে থামানো সম্ভব হয়। অক্ষত অবস্থাতেই বিয়ের আসরে ফিরে আসেন বর।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

যে কারণে বরকে নিয়ে পালাল ঘোড়া

আপডেট: ০৫:০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: সবাই চায় নিজের বিয়ের দিনটিকে স্মরণীয় করে রাখতে। সেজন্য বিয়ে করতে কনের বাড়ি যাওয়ার সময় কেউ বেছে নেয় হেলিকপ্টার, কেউ হাতি, কেউ আবার ঘোড়া। তবে এই ঘোড়ায় চড়ে বিয়ে করতে গিয়ে বেশ বিপাকে পড়েছেন এক যুবক।

ভারতের রাজস্থানের রামপুরা গ্রামে এই ঘটনা ঘটেছে। ওই ঘটনা ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, বরের আগমনের প্রতীক্ষায় কনের বাড়ির সামনে অপেক্ষায় সবাই। রাজকীয় ভাবে ঘোড়ার চড়ে কনের বাড়িতে পৌঁছান বর। কিন্তু কনের বাড়ির সামনে থেকেই বরকে নিয়ে এক দৌঁড়ে পালিয়ে যায় ঘোড়া। ঘোড়ার সহিস কোনোভাবেই আটকাতে পারেনি ঘোড়াটিকে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

কনের বাড়ির সদস্যরা বরকে স্বাগত জানাতে বোমা ফোটাতে শুরু করলে ভয় পেয়ে এই কাণ্ড করে ঘোড়াটি। এ সময় বর ঘোড়ার পিঠ থেকে নামার চেষ্টা করেও পারেনি।

পরে অন্যরা গাড়ি আর মোটরসাইকেল নিয়ে ঘোড়াটির পিছু নেয়। বরকে নিয়ে চার কিলোমিটার দৌঁড়ানোর পর ঘোড়াটিকে থামানো সম্ভব হয়। অক্ষত অবস্থাতেই বিয়ের আসরে ফিরে আসেন বর।

ঢাকা/এনইউ

আরও পড়ুন: