রপ্তানি আয় কমেছে ২.৪৯ শতাংশ

- আপডেট: ০৫:২৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩
- / ১০৪০৭ বার দেখা হয়েছে
বিশ্বমন্দার মধ্যেও জানুয়ারির ও ফেব্রুয়ারিতে রপ্তানি আয় বাড়লেও চলতি বছরের মার্চ মাসে রপ্তানি আয়ে ভাটা পড়েছে। গত বছরের একই মাসের তুলনায় গত মার্চে বাংলাদেশের রপ্তানি আয় ২.৪৯ শতাংশ কমে ৪.৬৪ বিলিয়ন ডলার হয়েছে বলে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-র প্রতিবেদন সূত্রে জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
মার্চে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৫.০২ বিলিয়ন ডলার, এক বছর আগে এই লক্ষ্যমাত্রা ছিল ৪.৭৬ বিলিয়ন ডলার।
সংশ্লিষ্টরা মতে, যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে মূল্যস্ফীতি অস্বাভাবিক বেড়েছে। এ কারণে তারা পোশাক কেনা কমিয়ে দিয়েছে। খাদ্যের পেছনেই অনেক বেশি খরচ করতে হচ্ছে তাদের। সে কারণে বাংলাদেশের রপ্তানি আয় কমছে।
আরও পড়ুন: রেমিট্যান্সে বইছে সুবাতাস
এর আগে ফেব্রুয়ারিতে দেশের প্রধান বৈদেশিক মুদ্রা আয়কারী তৈরি পোশাকের চালান বিশ্ববাজারে ভালো গেছে; ফলে ফেব্রুয়ারিতে বছরওয়ারি হিসেবে পণ্য রপ্তানি ৭.৮১ শতাংশ বেড়ে ৪.৬৩ বিলিয়ন ডলার হয়। তবে টানা তিন মাস পাঁচ বিলিয়ন ডলারের ঘরে থাকার পর ফেব্রুয়ারিতেই তা কমে আসে।
ঢাকা/এসএ