০৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

রমেক হাসপাতালের বার্ন ইউনিটে আগুন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৪০:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৪১৮৯ বার দেখা হয়েছে

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের বার্ন ইউনিটে এসিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি না হলেও তাৎক্ষণিক রোগীদের সরিয়ে ফেলা হয়। আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। তবে এটি আগুন লাগার ঘটনা নয় বলে দাবি করেছেন হাসপাতালের পরিচালক ডা. ইউনুছ আলী।

হাসপাতাল ও রোগী সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে রমেকের বার্ন ইউনিটের ড্রেসিং রুমের এসি সংযুক্ত প্লাগে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে সেখানকার সব রোগীকে নিরাপদে সরিয়ে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের দায়িত্বরত নার্স রুকাইয়া আক্তার কেয়া বলেন, রোগীদের ড্রেসিং করার সময় হঠাৎ এসির সুইচে আগুন ধরে যায়। পরে অন্য নার্সদের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হই।

এ ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে তারা পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন: হজযাত্রীদের নিবন্ধনের সময় বাড়লো

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের পরিচালক ডা. ইউনুছ আলী জানান, আগুন লাগেনি। প্লাগে (সুইচ) স্পার্ক থেকে একটু ধোয়া ছড়ায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে আমরা প্লাগটা পরিবর্তন করে দিয়েছি। এতে কোনো সমস্যা হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে, সেই সঙ্গে সেখানে বিদ্যুৎ চলাচল স্বাভাবিক রয়েছে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

x
English Version

রমেক হাসপাতালের বার্ন ইউনিটে আগুন

আপডেট: ০৭:৪০:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের বার্ন ইউনিটে এসিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি না হলেও তাৎক্ষণিক রোগীদের সরিয়ে ফেলা হয়। আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। তবে এটি আগুন লাগার ঘটনা নয় বলে দাবি করেছেন হাসপাতালের পরিচালক ডা. ইউনুছ আলী।

হাসপাতাল ও রোগী সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে রমেকের বার্ন ইউনিটের ড্রেসিং রুমের এসি সংযুক্ত প্লাগে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে সেখানকার সব রোগীকে নিরাপদে সরিয়ে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের দায়িত্বরত নার্স রুকাইয়া আক্তার কেয়া বলেন, রোগীদের ড্রেসিং করার সময় হঠাৎ এসির সুইচে আগুন ধরে যায়। পরে অন্য নার্সদের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হই।

এ ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে তারা পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন: হজযাত্রীদের নিবন্ধনের সময় বাড়লো

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের পরিচালক ডা. ইউনুছ আলী জানান, আগুন লাগেনি। প্লাগে (সুইচ) স্পার্ক থেকে একটু ধোয়া ছড়ায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে আমরা প্লাগটা পরিবর্তন করে দিয়েছি। এতে কোনো সমস্যা হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে, সেই সঙ্গে সেখানে বিদ্যুৎ চলাচল স্বাভাবিক রয়েছে।

ঢাকা/টিএ