০৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪

রাজধানীতে তিন দিনব্যাপী হস্তশিল্প প্রদর্শনী শুরু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:২৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
  • / ৪১৮৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: রাজধানীতে তিন দিনব্যাপী হস্তশিল্প প্রদর্শনী শুরু হয়েছে। এবারের প্রদর্শনীতে ১৮টি দেশি হস্তশিল্প প্রতিষ্ঠান অংশ নিয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে এ প্রদর্শনী শুরু হয়। এ প্রদর্শনীর সহযোগী হিসেবে রয়েছে নরওয়েজিয়ান এজেন্সি ফর এক্সচেঞ্জ কো-অপারেশন (নরেক) ও অন্যান্য হস্তশিল্প সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

হস্তশিল্প প্রদর্শনীতে নরেকের সিনিয়র অ্যাডভাইজার টর রেন্ড বলেন, এ ধরনের প্রদর্শনী বাংলাদেশের হস্তশিল্পকে অনেকদূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এ প্রদর্শনীর মাধ্যমে দেশি-বিদেশি অনেক ক্রেতারা বিভিন্ন প্রতিষ্ঠানের সাজানো পণ্য দেখতে পারবে। এর মাধ্যমে বিদেশি ক্রেতাদের পাশাপাশি দেশি ক্রেতারাও অনেক আগ্রহী হবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

একতার সভাপতি ও প্রকৃতির হস্তশিল্পের নির্বাহী পরিচালক বলেন, প্রতি অর্থবছরে হস্তশিল্প রপ্তানি বেড়েই চলেছে। গত অর্থবছরে হস্তশিল্প রপ্তানি হয়েছে ৪২০ কোটি টাকার। আর চলতি অর্থবছরে এ শিল্প থেকে রপ্তানি টার্গেট ধরা হয়েছে ৫০০ কোটি টাকা। আমরা আশা করছি এ শিল্পের যথাযথ মূল্যায়ন করা হলে হস্তশিল্প একদিন দেশের অন্যতম রপ্তানি খাত হবে।

প্রদর্শনীতে অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এর মাধ্যমে তারা তাদের পণ্যগুলো দেশি-বিদেশি ক্রেতাদের দেখানোর সুযোগ পেয়েছে। প্রদর্শনীর মাধ্যমে দেশের হস্তশিল্পের গুরুত্ব বিশ্বে তুলে ধরা যাবে। হস্তশিল্পের গ্রাহক বেশিরভাগই বিদেশি।

আরও পড়ুন: ১৭ বিমা কোম্পানিকে আইডিআরএ’র শোকজ

উদ্যোক্তাদের অনেকেই জানান, হস্তশিল্পের প্রতি দেশীয় ক্রেতাদের আগ্রহ বা চাহিদা এখনো আশানুরূপ পাওয়া যায় না। বিদেশি উদ্যোক্তাদের ওপরই নির্ভর করে থাকতে হয়।

ঢাকা/টিএ

শেয়ার করুন

x

রাজধানীতে তিন দিনব্যাপী হস্তশিল্প প্রদর্শনী শুরু

আপডেট: ০৬:২৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: রাজধানীতে তিন দিনব্যাপী হস্তশিল্প প্রদর্শনী শুরু হয়েছে। এবারের প্রদর্শনীতে ১৮টি দেশি হস্তশিল্প প্রতিষ্ঠান অংশ নিয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে এ প্রদর্শনী শুরু হয়। এ প্রদর্শনীর সহযোগী হিসেবে রয়েছে নরওয়েজিয়ান এজেন্সি ফর এক্সচেঞ্জ কো-অপারেশন (নরেক) ও অন্যান্য হস্তশিল্প সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

হস্তশিল্প প্রদর্শনীতে নরেকের সিনিয়র অ্যাডভাইজার টর রেন্ড বলেন, এ ধরনের প্রদর্শনী বাংলাদেশের হস্তশিল্পকে অনেকদূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এ প্রদর্শনীর মাধ্যমে দেশি-বিদেশি অনেক ক্রেতারা বিভিন্ন প্রতিষ্ঠানের সাজানো পণ্য দেখতে পারবে। এর মাধ্যমে বিদেশি ক্রেতাদের পাশাপাশি দেশি ক্রেতারাও অনেক আগ্রহী হবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

একতার সভাপতি ও প্রকৃতির হস্তশিল্পের নির্বাহী পরিচালক বলেন, প্রতি অর্থবছরে হস্তশিল্প রপ্তানি বেড়েই চলেছে। গত অর্থবছরে হস্তশিল্প রপ্তানি হয়েছে ৪২০ কোটি টাকার। আর চলতি অর্থবছরে এ শিল্প থেকে রপ্তানি টার্গেট ধরা হয়েছে ৫০০ কোটি টাকা। আমরা আশা করছি এ শিল্পের যথাযথ মূল্যায়ন করা হলে হস্তশিল্প একদিন দেশের অন্যতম রপ্তানি খাত হবে।

প্রদর্শনীতে অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এর মাধ্যমে তারা তাদের পণ্যগুলো দেশি-বিদেশি ক্রেতাদের দেখানোর সুযোগ পেয়েছে। প্রদর্শনীর মাধ্যমে দেশের হস্তশিল্পের গুরুত্ব বিশ্বে তুলে ধরা যাবে। হস্তশিল্পের গ্রাহক বেশিরভাগই বিদেশি।

আরও পড়ুন: ১৭ বিমা কোম্পানিকে আইডিআরএ’র শোকজ

উদ্যোক্তাদের অনেকেই জানান, হস্তশিল্পের প্রতি দেশীয় ক্রেতাদের আগ্রহ বা চাহিদা এখনো আশানুরূপ পাওয়া যায় না। বিদেশি উদ্যোক্তাদের ওপরই নির্ভর করে থাকতে হয়।

ঢাকা/টিএ