১১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

রাজশাহীতে থানা-ভূমি অফিসে আগুন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৩৯:০৭ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪
  • / ১০৩৭৫ বার দেখা হয়েছে

রাজশাহীর মোহনপুর থানা, ভূমি অফিস ও আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ ঘটনায় প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থাকা তিনটি মোটরসাইকেল পুড়ে গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ রোববার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মোহনপুর উপজেলা সদরে এই ঘটনা ঘটে। এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই উপজেলায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টা থেকে শিক্ষার্থীরা রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলা সদরে অবস্থান নেন। এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বিকল্প পথ হিসেবে যানবাহনগুলো তানোর ও দুর্গাপুরের কানপাড়া হাট হয়ে চলাচল করেছে। আন্দোলনরত শিক্ষার্থীরা এক পর্যায়ে মোহনপুর উপজেলা চত্বরের আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে ভাংচুর চালায়।

এ সময় কার্যালয়ের সামনে থাকা তিনটি মোরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেন তারা। পরে শিক্ষার্থীরা সড়কের উপরে আগুন জ্বালিয়ে অবরোধ করে। সেখান থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা মোহনপুর থানায় হামলা চালায়। এ সময় তারা থানায় আগুন দেওয়া ছাড়াও থানা পুলিশে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) হরিদাম মন্ডলের গাড়ি ভাংচুর চালায়।

আরও পড়ুন: নাশকতাকারীদের শক্ত হাতে দমন করার আহ্বান প্রধানমন্ত্রীর 

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাম মন্ডল বলেন, আমি মানসিকভাবে একটু বিপর্যস্ত আছি। ভাই, একটু পরে কথা বলবো।

বিষয়টি নিয়ে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলামের মুঠোফোনে কল করা হলে তারা রিসিভ করেননি। তাই এবিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে মোহনপুর ফায়ার সার্ভিসের ডিউটিম্যান সজিবুল ইসলাম বলেন, তারা দুপুর সাড়ে ১২টার দিকে খবর পান মোহনপুর থানা ও ভূমি অফিসে আগুন দেওয়ার বিষয়ে। কিন্তু ফায়ার সার্ভিসে পুলিশ না আশায় নিরাপত্তার কারণে তারাও বের হতে পারেনি। তবে তাদের ফায়ার সার্ভিসের আশেপাশে আন্দোলনরত শিক্ষার্থীরা আছেন বলে ধারণা করেন তিনি।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

রাজশাহীতে থানা-ভূমি অফিসে আগুন

আপডেট: ০৩:৩৯:০৭ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪

রাজশাহীর মোহনপুর থানা, ভূমি অফিস ও আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ ঘটনায় প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থাকা তিনটি মোটরসাইকেল পুড়ে গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ রোববার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মোহনপুর উপজেলা সদরে এই ঘটনা ঘটে। এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই উপজেলায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টা থেকে শিক্ষার্থীরা রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলা সদরে অবস্থান নেন। এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বিকল্প পথ হিসেবে যানবাহনগুলো তানোর ও দুর্গাপুরের কানপাড়া হাট হয়ে চলাচল করেছে। আন্দোলনরত শিক্ষার্থীরা এক পর্যায়ে মোহনপুর উপজেলা চত্বরের আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে ভাংচুর চালায়।

এ সময় কার্যালয়ের সামনে থাকা তিনটি মোরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেন তারা। পরে শিক্ষার্থীরা সড়কের উপরে আগুন জ্বালিয়ে অবরোধ করে। সেখান থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা মোহনপুর থানায় হামলা চালায়। এ সময় তারা থানায় আগুন দেওয়া ছাড়াও থানা পুলিশে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) হরিদাম মন্ডলের গাড়ি ভাংচুর চালায়।

আরও পড়ুন: নাশকতাকারীদের শক্ত হাতে দমন করার আহ্বান প্রধানমন্ত্রীর 

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাম মন্ডল বলেন, আমি মানসিকভাবে একটু বিপর্যস্ত আছি। ভাই, একটু পরে কথা বলবো।

বিষয়টি নিয়ে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলামের মুঠোফোনে কল করা হলে তারা রিসিভ করেননি। তাই এবিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে মোহনপুর ফায়ার সার্ভিসের ডিউটিম্যান সজিবুল ইসলাম বলেন, তারা দুপুর সাড়ে ১২টার দিকে খবর পান মোহনপুর থানা ও ভূমি অফিসে আগুন দেওয়ার বিষয়ে। কিন্তু ফায়ার সার্ভিসে পুলিশ না আশায় নিরাপত্তার কারণে তারাও বের হতে পারেনি। তবে তাদের ফায়ার সার্ভিসের আশেপাশে আন্দোলনরত শিক্ষার্থীরা আছেন বলে ধারণা করেন তিনি।

ঢাকা/এসএইচ