০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ০১ জুলাই ২০২৪

রাতে মাঠে নামছে বার্সেলোনা, ম্যান সিটি, চেলসি ও টটেনহ্যাম

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৫৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
  • / ১০২৯২ বার দেখা হয়েছে

ইংলিশ লিগে আজ ভিন্ন ম্যাচে নামছে ম্যানচেস্টার সিটি, চেলসি ও টটেনহ্যাম। রাত ৮টায় লুটনের আতিথ্য নেবে সিটিজেনরা। আর এভারটনের ব্লুজ। লা লিগায় সন্ধ্যা ৭টায় মাঠে নামবে অ্যাথলেটিকো মাদ্রিদ। আর ২টায় ঘরের মাঠে জিরোনাকে চ্যালেঞ্জ জানাবে বার্সেলোনা। সিরিয়ায় রাত পৌনে ২টায় ফিওরেন্তিনার মুখোমুখি হবে রোমা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

লা লিগায় এই মৌসুমের সারপ্রাইজ প্যাকেজ জিরোনা। তাই ঘরের মাঠ হলেও বার্সেলোনার জন্য তারা কঠিন প্রতিপক্ষ। জয়ে শীর্ষে থাকা রিয়ালের চেয়ে পয়েন্ট ব্যবধান কমে হবে মাত্র ২।

বিপরীতে বার্সাকে হারাতে পারলে পয়েন্ট টেবিলের শীর্ষে ফেরার সুযোগ জিরোনার। গোলরক্ষক টের স্টেগেন, গাভি ও ইনিগো মার্টিনেজকে পাচ্ছে না ব্লগরানা বস জাভি হার্নান্দেজ। দু’দলের শেষ ৫ দেখায় এগিয়ে বার্সা। ৩ জয়ের বিপরীতে হেরেছে ১টি।

আরও পড়ুন: একাত্তর টিভিকে মুশফিকের আইনি নোটিশ

এদিকে লিগে সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার সিটির। চার ম্যাচ জয়হীন সিটিজেনরা। পয়েন্ট টেবিলে সিটিজেনদের অবস্থান চারে। রেলিগেশন জোনে থাকা লুটন টাউনকে হারাতে পারলে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে ব্যবধান কমে আসবে চার পয়েন্টে। দু’দল শেষবার মুখোমুখি হয়েছিল দুই যুগ আগে। জিতেছিল সিটিজেনরা। ফিরছেন রদ্রি ও জ্যাক গ্রিলিশ।

ঢাকা/কেএ

শেয়ার করুন

x

রাতে মাঠে নামছে বার্সেলোনা, ম্যান সিটি, চেলসি ও টটেনহ্যাম

আপডেট: ১২:৫৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

ইংলিশ লিগে আজ ভিন্ন ম্যাচে নামছে ম্যানচেস্টার সিটি, চেলসি ও টটেনহ্যাম। রাত ৮টায় লুটনের আতিথ্য নেবে সিটিজেনরা। আর এভারটনের ব্লুজ। লা লিগায় সন্ধ্যা ৭টায় মাঠে নামবে অ্যাথলেটিকো মাদ্রিদ। আর ২টায় ঘরের মাঠে জিরোনাকে চ্যালেঞ্জ জানাবে বার্সেলোনা। সিরিয়ায় রাত পৌনে ২টায় ফিওরেন্তিনার মুখোমুখি হবে রোমা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

লা লিগায় এই মৌসুমের সারপ্রাইজ প্যাকেজ জিরোনা। তাই ঘরের মাঠ হলেও বার্সেলোনার জন্য তারা কঠিন প্রতিপক্ষ। জয়ে শীর্ষে থাকা রিয়ালের চেয়ে পয়েন্ট ব্যবধান কমে হবে মাত্র ২।

বিপরীতে বার্সাকে হারাতে পারলে পয়েন্ট টেবিলের শীর্ষে ফেরার সুযোগ জিরোনার। গোলরক্ষক টের স্টেগেন, গাভি ও ইনিগো মার্টিনেজকে পাচ্ছে না ব্লগরানা বস জাভি হার্নান্দেজ। দু’দলের শেষ ৫ দেখায় এগিয়ে বার্সা। ৩ জয়ের বিপরীতে হেরেছে ১টি।

আরও পড়ুন: একাত্তর টিভিকে মুশফিকের আইনি নোটিশ

এদিকে লিগে সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার সিটির। চার ম্যাচ জয়হীন সিটিজেনরা। পয়েন্ট টেবিলে সিটিজেনদের অবস্থান চারে। রেলিগেশন জোনে থাকা লুটন টাউনকে হারাতে পারলে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে ব্যবধান কমে আসবে চার পয়েন্টে। দু’দল শেষবার মুখোমুখি হয়েছিল দুই যুগ আগে। জিতেছিল সিটিজেনরা। ফিরছেন রদ্রি ও জ্যাক গ্রিলিশ।

ঢাকা/কেএ