০৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

রাশিয়ার ছয় অঞ্চলে ড্রোন হামলা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৫৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
  • / ১০৪০১ বার দেখা হয়েছে

ফাইল ফটো

রাশিয়ার অভ্যন্তরে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির ছয়টি অঞ্চলে বুধবার (৩০ আগস্ট) এসব হামলা চালানো হয়। এই হামলার প্রতিক্রিয়ায় রাশিয়া জানিয়েছে, এর উপযুক্ত জবাব দেয়া হবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

যদিও এর আগে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ায় হামলা চালালে সঙ্গীহীন হবে তার দেশ।ইউক্রেনের এইসব ড্রোন হামলার কারণে রাশিয়ার বিভিন্ন এলাকায় বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে, অনেক এলাকায় ফ্লাইট দেরিতে ছেড়েছে।  হামরা চালানোর স্থানগুলো হলো, রাজধানী মস্কো, অরিয়ল, ব্রিয়ানস্ক, কালুগা, রিয়াজান ও পসকভ।

ড্রোন হামলায় রাশিয়ার বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর জানায়নি দেশটি। বুধবার সকালে মস্কোর মেয়র সার্গেই সোবিয়ানিন বলেন, সেখানকার রুজা এলাকা লক্ষ্য করে ছোড়া ড্রোন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দিয়ে ঠেকিয়ে দেয়া হয়েছে। এই হামলার পর চারটি বিমানবন্দরের কার্যক্রম কিছু সময়ের জন্য বন্ধ করে দেয়া হয়।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় বহুতল ভবনে আগুনে নিহত ৫২

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিমানের আদলে তিনটি ড্রোন দিয়ে ব্রিয়ানস্কে হামলা চালানো হয়েছিল। এগুলো ঠেকিয়ে দেয়া হয়েছিল। তবে এরপরও একটি প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া অরিয়ল, রিয়াজান, ব্রিয়ানস্ক, কালুগা, পসকভ অঞ্চলেও হামলা চালানো হয়েছে। পসকভের গভর্নর মিখাইল ভেদেরনিকভ জানান, হামলার জেরে পসকভে সব ফ্লাইট বৃহস্পতিবার (৩১ আগস্ট) পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। সেখানকার বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে।

তারা আরও জানায়, হামলায় ওই বিমানবন্দরে থাকা চারটি আইআই-৭৬ পরিবহন উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লেগে দুটি উড়োজাহাজে বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এই চার উড়োজাহাজ দীর্ঘদিন ধরে রুশ সেনাবাহিনীর জন্য ব্যবহার করা হচ্ছিল।

সূত্র : আল-জাজিরা

ঢাকা/এসএম

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

রাশিয়ার ছয় অঞ্চলে ড্রোন হামলা

আপডেট: ১২:৫৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩

রাশিয়ার অভ্যন্তরে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির ছয়টি অঞ্চলে বুধবার (৩০ আগস্ট) এসব হামলা চালানো হয়। এই হামলার প্রতিক্রিয়ায় রাশিয়া জানিয়েছে, এর উপযুক্ত জবাব দেয়া হবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

যদিও এর আগে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ায় হামলা চালালে সঙ্গীহীন হবে তার দেশ।ইউক্রেনের এইসব ড্রোন হামলার কারণে রাশিয়ার বিভিন্ন এলাকায় বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে, অনেক এলাকায় ফ্লাইট দেরিতে ছেড়েছে।  হামরা চালানোর স্থানগুলো হলো, রাজধানী মস্কো, অরিয়ল, ব্রিয়ানস্ক, কালুগা, রিয়াজান ও পসকভ।

ড্রোন হামলায় রাশিয়ার বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর জানায়নি দেশটি। বুধবার সকালে মস্কোর মেয়র সার্গেই সোবিয়ানিন বলেন, সেখানকার রুজা এলাকা লক্ষ্য করে ছোড়া ড্রোন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দিয়ে ঠেকিয়ে দেয়া হয়েছে। এই হামলার পর চারটি বিমানবন্দরের কার্যক্রম কিছু সময়ের জন্য বন্ধ করে দেয়া হয়।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় বহুতল ভবনে আগুনে নিহত ৫২

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিমানের আদলে তিনটি ড্রোন দিয়ে ব্রিয়ানস্কে হামলা চালানো হয়েছিল। এগুলো ঠেকিয়ে দেয়া হয়েছিল। তবে এরপরও একটি প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া অরিয়ল, রিয়াজান, ব্রিয়ানস্ক, কালুগা, পসকভ অঞ্চলেও হামলা চালানো হয়েছে। পসকভের গভর্নর মিখাইল ভেদেরনিকভ জানান, হামলার জেরে পসকভে সব ফ্লাইট বৃহস্পতিবার (৩১ আগস্ট) পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। সেখানকার বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে।

তারা আরও জানায়, হামলায় ওই বিমানবন্দরে থাকা চারটি আইআই-৭৬ পরিবহন উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লেগে দুটি উড়োজাহাজে বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এই চার উড়োজাহাজ দীর্ঘদিন ধরে রুশ সেনাবাহিনীর জন্য ব্যবহার করা হচ্ছিল।

সূত্র : আল-জাজিরা

ঢাকা/এসএম