০৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

রাষ্ট্রদূতদের বিবৃতি ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন: তথ্যমন্ত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৫৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
  • / ১০৩২২ বার দেখা হয়েছে

ফাইল ফটো

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে সতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলায় ১৩টি দেশের রাষ্ট্রদূতরা যে বিবৃতি দিয়েছেন, তা ভিয়েনা কনভেনশন নীতিমালার (ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন) সুস্পষ্ট লঙ্ঘন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রদূতরা রাজনৈতিক দলের মতো আচরণ করছে। তাদের বলবো ভিয়েনা কনভেনশন মেনে চলার। একই সঙ্গে ফখরুলের বক্তব্যে এটি স্পষ্ট যে তারা সহিংসতার রাজনীতি করতে চায়, যা তারা শুরুও করেছে। তবে সরকার তাদের কঠোর হাতে দমন করবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বৃহস্পতিবার (২০ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ইনস্টিটিউট প্রকাশিত ‘সাংবাদিকের স্মৃতিভাষ্যে বঙ্গবন্ধু’ সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, প্রথমত ১৩টি দেশের রাষ্ট্রদূতরা যেভাবে বিবৃতি দিয়েছেন, যা রাজনৈতিক দলের জোটবদ্ধ হয়ে বিবৃতি দেওয়া মতো। ভিয়েনা কনভেনশনে রাষ্ট্রদূতদের যে আচরণবিধি আছে, সেটির সুস্পষ্ট লঙ্ঘন। আমি বন্ধুরাষ্ট্রদের অনুরোধ জানাবো ভিয়েনা কনভেনশনের নীতি মেনে চলার জন্য।

প্রশ্ন রেখে তিনি বলেন, ভারত কিংবা পাকিস্তানে যখন সহিংসতা হয় বা আশপাশে অন্য দেশে যখন সহিংসতা হয়, সেখানে তো রাষ্টরদূতরা এভাবে বিবৃতি দেয় না! আমাদের দেশে কেন এভাবে বিবৃতি দেওয়া হচ্ছে? আমাদের কিছু রাজনৈতিক দল ও সুশীল সমাজের কেউ কেউ এগুলো দেওয়ার জন্য তাদের প্ররোচনা করে। তাই রাষ্ট্রদূতদের দোষারোপ করার আগে এ ব্যাপারে প্রশ্ন তোলার আগে আমি মনে করি, যারা তাদের প্ররোচনা করে, তারা এ ক্ষেত্রে দায়ী। তবে অবশ্যই কূটনৈতিক ক্ষেত্রে রাষ্ট্রদূতদের আচরণ ভিয়েনা কনভেনশন মেনে চলা প্রয়োজন।

গত দুই দিনের পদযাত্রায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার যদি পদত্যাগ না করে, তাহলে আমাদের আন্দোলন শান্তিপূর্ণ থাকবে না, এ বিষয়ে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্যে এটি স্পষ্ট ওনারা সহিংসতা করতে চায়, সহিংসতা শুরু করেছে। সহিংসতা শুরু করলে সরকার বসে থাকবে না। যারা সহিংসতা করবে, দেশে বিশৃঙ্খলা তৈরি করবে, তাদের কঠোর হাতে দমন করা হবে। একই সঙ্গে যারা সহিংসতা সৃষ্টি করবে, আমাদের দলও জনগণকে সঙ্গে নিয়ে মাঠে থাকবে।

আরও পড়ুন: আখাউড়া-লাকসাম ডাবল লাইন রেলপথ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শুক্রবার নামাজের পরে মসজিদে মসজিদে সরকারে বিপক্ষে এক দফা দাবি নিয়ে লিফলেট বিতরণ করবেন, বিষয়টি জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, লিফলেট তারা বিতরণ করতেই পারে, তবে শুক্রবারের নামাজ পড়েন কি তিনি?

মন্ত্রী বলেন, আমি দেখলাম উনি ঢাকা-১৭ আসনের একজন প্রার্থীর বিষয়ে বলেছেন, ‘ওই প্রার্থী অর্ধপাগল, অর্ধশিক্ষিত।’ কোনও প্রার্থীকে কি অর্ধপাগল বা অর্ধশিক্ষিত বলা সমীচীন হয়?

ঢাকা/এসএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

রাষ্ট্রদূতদের বিবৃতি ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন: তথ্যমন্ত্রী

আপডেট: ০১:৫৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে সতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলায় ১৩টি দেশের রাষ্ট্রদূতরা যে বিবৃতি দিয়েছেন, তা ভিয়েনা কনভেনশন নীতিমালার (ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন) সুস্পষ্ট লঙ্ঘন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রদূতরা রাজনৈতিক দলের মতো আচরণ করছে। তাদের বলবো ভিয়েনা কনভেনশন মেনে চলার। একই সঙ্গে ফখরুলের বক্তব্যে এটি স্পষ্ট যে তারা সহিংসতার রাজনীতি করতে চায়, যা তারা শুরুও করেছে। তবে সরকার তাদের কঠোর হাতে দমন করবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বৃহস্পতিবার (২০ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ইনস্টিটিউট প্রকাশিত ‘সাংবাদিকের স্মৃতিভাষ্যে বঙ্গবন্ধু’ সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, প্রথমত ১৩টি দেশের রাষ্ট্রদূতরা যেভাবে বিবৃতি দিয়েছেন, যা রাজনৈতিক দলের জোটবদ্ধ হয়ে বিবৃতি দেওয়া মতো। ভিয়েনা কনভেনশনে রাষ্ট্রদূতদের যে আচরণবিধি আছে, সেটির সুস্পষ্ট লঙ্ঘন। আমি বন্ধুরাষ্ট্রদের অনুরোধ জানাবো ভিয়েনা কনভেনশনের নীতি মেনে চলার জন্য।

প্রশ্ন রেখে তিনি বলেন, ভারত কিংবা পাকিস্তানে যখন সহিংসতা হয় বা আশপাশে অন্য দেশে যখন সহিংসতা হয়, সেখানে তো রাষ্টরদূতরা এভাবে বিবৃতি দেয় না! আমাদের দেশে কেন এভাবে বিবৃতি দেওয়া হচ্ছে? আমাদের কিছু রাজনৈতিক দল ও সুশীল সমাজের কেউ কেউ এগুলো দেওয়ার জন্য তাদের প্ররোচনা করে। তাই রাষ্ট্রদূতদের দোষারোপ করার আগে এ ব্যাপারে প্রশ্ন তোলার আগে আমি মনে করি, যারা তাদের প্ররোচনা করে, তারা এ ক্ষেত্রে দায়ী। তবে অবশ্যই কূটনৈতিক ক্ষেত্রে রাষ্ট্রদূতদের আচরণ ভিয়েনা কনভেনশন মেনে চলা প্রয়োজন।

গত দুই দিনের পদযাত্রায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার যদি পদত্যাগ না করে, তাহলে আমাদের আন্দোলন শান্তিপূর্ণ থাকবে না, এ বিষয়ে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্যে এটি স্পষ্ট ওনারা সহিংসতা করতে চায়, সহিংসতা শুরু করেছে। সহিংসতা শুরু করলে সরকার বসে থাকবে না। যারা সহিংসতা করবে, দেশে বিশৃঙ্খলা তৈরি করবে, তাদের কঠোর হাতে দমন করা হবে। একই সঙ্গে যারা সহিংসতা সৃষ্টি করবে, আমাদের দলও জনগণকে সঙ্গে নিয়ে মাঠে থাকবে।

আরও পড়ুন: আখাউড়া-লাকসাম ডাবল লাইন রেলপথ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শুক্রবার নামাজের পরে মসজিদে মসজিদে সরকারে বিপক্ষে এক দফা দাবি নিয়ে লিফলেট বিতরণ করবেন, বিষয়টি জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, লিফলেট তারা বিতরণ করতেই পারে, তবে শুক্রবারের নামাজ পড়েন কি তিনি?

মন্ত্রী বলেন, আমি দেখলাম উনি ঢাকা-১৭ আসনের একজন প্রার্থীর বিষয়ে বলেছেন, ‘ওই প্রার্থী অর্ধপাগল, অর্ধশিক্ষিত।’ কোনও প্রার্থীকে কি অর্ধপাগল বা অর্ধশিক্ষিত বলা সমীচীন হয়?

ঢাকা/এসএ