রিজওয়ান বাবর ফখরের ব্যাটে পাকিস্তানের জয়

- আপডেট: ০১:৩৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩
- / ১০৪২১ বার দেখা হয়েছে
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয়ে শুরু পাকিস্তানের। দলের জয়ে অনন্য অবদান রাখেন পেসার নাসিম শাহ, তারকা ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম ও ফখর জামান।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সোমবার করাচির জাতীয় স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিক পাকিস্তান। আগে ব্যাটিংয়ে নেমে ৬৯ রানে ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড।
এরপর টম ল্যাথাম (৪২), মিচেল ব্রেসওয়েল (৪৩), ড্রেইরি মিচেল (৩৬) ও গ্লেন ফিলিপসের (৩৭) দায়িত্বশীল ব্যাটিংয়ে ৯ উইকেট হারিয়ে ২৫৫ রান করে নিউজিল্যান্ড। পাকিস্তানের হয়ে ৫৭ রানে ৫ উইকেট নেন নাসিম শাহ।
আরও পড়ুন: ফ্রান্সের জার্সিতে আর খেলবেন না অধিনায়ক হুগো লরিস
টার্গেট তাড়া করতে নেমে দলীয় ৩০ রানে ফেরেন ওপেনার ইমাম-উল-হক (১১)। এরপর ফখর জামান (৫৬), মোহাম্মদ রিজওয়ান (৭৭*), বাবর আজম (৬৬) ও হারিস সোহলের (৩২) ব্যাটিং নৈপূণ্যে ১১ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় নিশ্চিত করে পাকিস্তান।
এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে গেল পাকিস্তান। আগামী বুধ ও শুক্রবার সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি করাচি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ঢাকা/এসএম