০৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

রিয়ালের বড় অঙ্কের বেতনের প্রস্তাবেও রাজি না ভিনিসিয়ুস

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:২৭:১৬ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • / ১০৫০৬ বার দেখা হয়েছে

রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের চুক্তি নবায়ন নিয়ে তৈরি হয়েছে জটিলতা। স্প্যানিশ সাংবাদিক টোনো গার্সিয়া ‘এল লারগুয়েরো’-তে জানিয়েছেন, ক্লাবের পক্ষ থেকে দেওয়া কোনো প্রস্তাবই এখন পর্যন্ত গ্রহণ করেননি এই উইঙ্গার। আরও বেশি দাবি করছেন তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

২০২৭ সালের জুন পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুসের বর্তমান চুক্তি আছে। চুক্তি নবায়ন নিয়ে দুই পক্ষের আলোচনায় এখন পর্যন্ত কোনো গতি নেই। রিয়াল মাদ্রিদ ভিনিসিয়ুসকে দীর্ঘমেয়াদে দলে রাখতে চায়। তবে ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড আর্থিক দাবিতে অনড় অবস্থানে রয়েছেন।

গার্সিয়া জানিয়েছেন, ভিনিসিয়ুসের প্রতিনিধিরা এখনই নতুন চুক্তি নিয়ে কোনো আলোচনা করতে আগ্রহী নন। তার ভাষায়, ‘ভিনির এজেন্টরা এখন এ বিষয়ে কিছু শুনতেই চান না। তারা মনে করেন, ভিনিসিয়ুসের মাদ্রিদের সঙ্গে নবায়নে রাজি হওয়ার খবর আসলে ভুল বোঝাবুঝি ছিল।’

রিয়াল মাদ্রিদের প্রস্তাবিত বেতনের (প্রায় ২ কোটি ইউরো) বিষয়ে ভিনি কখনোই সবুজ সংকেত দেননি বলে জানা গেছে। প্রায় ২ কোটি ইউরো বার্ষিক বেতনকে এই ফরোয়ার্ড অপ্রতুল মনে করছেন। তিনি মৌসুমপ্রতি নেট বেতন হিসেবে ২ কোটি ৫০ লাখ ইউরোর বেশি চান। যা হলে তিনি ক্লাবের সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড় হবেন।

আরও পড়ুন: ‘এশিয়া কাপে ফাইনাল খেলার মতো দল বাংলাদেশ’

এ অবস্থায় বর্তমানে দুই পক্ষের আলোচনা স্থগিত রয়েছে। উভয়পক্ষ সমঝোতায় পৌঁছাতে আগ্রহী হলেও বেতন নিয়ে মতপার্থক্যের কারণে অচলাবস্থা দীর্ঘায়িত হতে পারে। রিয়াল মাদ্রিদ এখনো ভিনিসিয়ুসের দাবি মেনে নেওয়ার কোনো ইঙ্গিত দেয়নি। এক পক্ষ ছাড় না দিলে এই অচলাবস্থা আগামী মৌসুম পর্যন্ত গড়াতে পারে বলে জানা গেছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

রিয়ালের বড় অঙ্কের বেতনের প্রস্তাবেও রাজি না ভিনিসিয়ুস

আপডেট: ০৫:২৭:১৬ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের চুক্তি নবায়ন নিয়ে তৈরি হয়েছে জটিলতা। স্প্যানিশ সাংবাদিক টোনো গার্সিয়া ‘এল লারগুয়েরো’-তে জানিয়েছেন, ক্লাবের পক্ষ থেকে দেওয়া কোনো প্রস্তাবই এখন পর্যন্ত গ্রহণ করেননি এই উইঙ্গার। আরও বেশি দাবি করছেন তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

২০২৭ সালের জুন পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুসের বর্তমান চুক্তি আছে। চুক্তি নবায়ন নিয়ে দুই পক্ষের আলোচনায় এখন পর্যন্ত কোনো গতি নেই। রিয়াল মাদ্রিদ ভিনিসিয়ুসকে দীর্ঘমেয়াদে দলে রাখতে চায়। তবে ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড আর্থিক দাবিতে অনড় অবস্থানে রয়েছেন।

গার্সিয়া জানিয়েছেন, ভিনিসিয়ুসের প্রতিনিধিরা এখনই নতুন চুক্তি নিয়ে কোনো আলোচনা করতে আগ্রহী নন। তার ভাষায়, ‘ভিনির এজেন্টরা এখন এ বিষয়ে কিছু শুনতেই চান না। তারা মনে করেন, ভিনিসিয়ুসের মাদ্রিদের সঙ্গে নবায়নে রাজি হওয়ার খবর আসলে ভুল বোঝাবুঝি ছিল।’

রিয়াল মাদ্রিদের প্রস্তাবিত বেতনের (প্রায় ২ কোটি ইউরো) বিষয়ে ভিনি কখনোই সবুজ সংকেত দেননি বলে জানা গেছে। প্রায় ২ কোটি ইউরো বার্ষিক বেতনকে এই ফরোয়ার্ড অপ্রতুল মনে করছেন। তিনি মৌসুমপ্রতি নেট বেতন হিসেবে ২ কোটি ৫০ লাখ ইউরোর বেশি চান। যা হলে তিনি ক্লাবের সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড় হবেন।

আরও পড়ুন: ‘এশিয়া কাপে ফাইনাল খেলার মতো দল বাংলাদেশ’

এ অবস্থায় বর্তমানে দুই পক্ষের আলোচনা স্থগিত রয়েছে। উভয়পক্ষ সমঝোতায় পৌঁছাতে আগ্রহী হলেও বেতন নিয়ে মতপার্থক্যের কারণে অচলাবস্থা দীর্ঘায়িত হতে পারে। রিয়াল মাদ্রিদ এখনো ভিনিসিয়ুসের দাবি মেনে নেওয়ার কোনো ইঙ্গিত দেয়নি। এক পক্ষ ছাড় না দিলে এই অচলাবস্থা আগামী মৌসুম পর্যন্ত গড়াতে পারে বলে জানা গেছে।

ঢাকা/এসএইচ