১১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

রেইস ম্যানেজমেন্টের দুই তদন্ত কার্যক্রমের আদেশ প্রত্যাহার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৫৮:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১০৪২২ বার দেখা হয়েছে

ফাইল ফটো

পুঁজিবাজারে বিতর্কিত সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বাংলাদেশ রেইস ম্যানেজমেন্ট পিসিএলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গত বছরের জুন ও জুলাইয়ে দুটি তদন্ত কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অবশ্য কমিশনের এ উদ্যোগের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হয় সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানটি। সম্প্রতি এ দুই তদন্ত কার্যক্রমসংক্রান্ত আদেশ প্রত্যাহার করে নিয়েছে বিএসইসি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সম্প্রতি বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ স্বাক্ষরিত তদন্ত কার্যক্রমের আদেশ প্রত্যাহারে একটি নতুন আদেশ জারি করা হয়। এতে বলা হয়, ২০২৪ সালের ২৪ জুন ও ৪ জুলাই বিএসইসির জারি করা তদন্তসংক্রান্ত আদেশ প্রত্যাহার করা হয়েছে।

গত বছরের ২৪ জুন জারি করা তদন্তসংক্রান্ত আদেশটি ছিল বাংলাদেশ রেইস ম্যানেজমেন্ট পিসিএলের ব্যবস্থাপনায় পরিচালিত মিউচুয়াল ফান্ডের বিও হিসাব স্থগিত করাসংক্রান্ত। এ আদেশে বলা হয়েছিল, হেফাজতকারীর অনুমোদনের বাইরে রেইস ম্যানেজমেন্ট বেশ কয়েকটি ব্রোকারেজ হাউজে বিও হিসাব খুলে তাদের তত্ত্বাবধানে থাকা বিভিন্ন মিউচুয়াল ফান্ডের বিপরীতে ধারণ করা শেয়ার লেনদেন করছে। রেইসের কার্যক্রম তদারকির জন্য বিএসইসি গঠিত তদন্ত কমিটির প্রাথমিক তদন্তে এ তথ্য মিলেছে। এ কারণে মিউচুয়াল ফান্ডের ইউনিটধারীদের স্বার্থ সুরক্ষায় এসব বিও হিসাব স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন: উচ্চ সুদহারে পুঁজিবাজার ছেড়ে ব্যাংকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা: মমিনুল ইসলাম

গত বছরের ৪ জুলাই বিএসইসির জারি করা আদেশে বলা হয়েছিল, রেইস নিজেদের ব্যবস্থাপনাধীন ফান্ডের মাধ্যমে মিউচুয়াল ফান্ড বিধিমালা লঙ্ঘন করে ব্লক মার্কেটে বড় ধরনের লেনদেন করেছে। পাশাপাশি বাংলাদেশ ফিক্সড ইনকাম ইনভেস্টমেন্ট স্পেশাল পারপাস ভেহিকলের মাধ্যমেও লেনদেন করা হয়েছে, যেটি রেইসের ব্যবস্থাপনাধীন ফান্ড। এ কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ ফিক্সড ইনকাম ইনভেস্টমেন্ট স্পেশাল পারপাস ভেহিকল বা এ-জাতীয় নামে রেইসের ব্যবস্থাপনাধীন অন্যান্য ফান্ডের ব্লক মার্কেটে লেনদেন স্থগিত করে বিএসইসি।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন থাকার কারণে আইনি মতামতের ভিত্তিতে কমিশন তদন্তসংক্রান্ত আদেশ দুটি প্রত্যাহার করে নিয়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

রেইস ম্যানেজমেন্টের দুই তদন্ত কার্যক্রমের আদেশ প্রত্যাহার

আপডেট: ০৩:৫৮:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

পুঁজিবাজারে বিতর্কিত সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বাংলাদেশ রেইস ম্যানেজমেন্ট পিসিএলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গত বছরের জুন ও জুলাইয়ে দুটি তদন্ত কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অবশ্য কমিশনের এ উদ্যোগের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হয় সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানটি। সম্প্রতি এ দুই তদন্ত কার্যক্রমসংক্রান্ত আদেশ প্রত্যাহার করে নিয়েছে বিএসইসি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সম্প্রতি বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ স্বাক্ষরিত তদন্ত কার্যক্রমের আদেশ প্রত্যাহারে একটি নতুন আদেশ জারি করা হয়। এতে বলা হয়, ২০২৪ সালের ২৪ জুন ও ৪ জুলাই বিএসইসির জারি করা তদন্তসংক্রান্ত আদেশ প্রত্যাহার করা হয়েছে।

গত বছরের ২৪ জুন জারি করা তদন্তসংক্রান্ত আদেশটি ছিল বাংলাদেশ রেইস ম্যানেজমেন্ট পিসিএলের ব্যবস্থাপনায় পরিচালিত মিউচুয়াল ফান্ডের বিও হিসাব স্থগিত করাসংক্রান্ত। এ আদেশে বলা হয়েছিল, হেফাজতকারীর অনুমোদনের বাইরে রেইস ম্যানেজমেন্ট বেশ কয়েকটি ব্রোকারেজ হাউজে বিও হিসাব খুলে তাদের তত্ত্বাবধানে থাকা বিভিন্ন মিউচুয়াল ফান্ডের বিপরীতে ধারণ করা শেয়ার লেনদেন করছে। রেইসের কার্যক্রম তদারকির জন্য বিএসইসি গঠিত তদন্ত কমিটির প্রাথমিক তদন্তে এ তথ্য মিলেছে। এ কারণে মিউচুয়াল ফান্ডের ইউনিটধারীদের স্বার্থ সুরক্ষায় এসব বিও হিসাব স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন: উচ্চ সুদহারে পুঁজিবাজার ছেড়ে ব্যাংকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা: মমিনুল ইসলাম

গত বছরের ৪ জুলাই বিএসইসির জারি করা আদেশে বলা হয়েছিল, রেইস নিজেদের ব্যবস্থাপনাধীন ফান্ডের মাধ্যমে মিউচুয়াল ফান্ড বিধিমালা লঙ্ঘন করে ব্লক মার্কেটে বড় ধরনের লেনদেন করেছে। পাশাপাশি বাংলাদেশ ফিক্সড ইনকাম ইনভেস্টমেন্ট স্পেশাল পারপাস ভেহিকলের মাধ্যমেও লেনদেন করা হয়েছে, যেটি রেইসের ব্যবস্থাপনাধীন ফান্ড। এ কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ ফিক্সড ইনকাম ইনভেস্টমেন্ট স্পেশাল পারপাস ভেহিকল বা এ-জাতীয় নামে রেইসের ব্যবস্থাপনাধীন অন্যান্য ফান্ডের ব্লক মার্কেটে লেনদেন স্থগিত করে বিএসইসি।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন থাকার কারণে আইনি মতামতের ভিত্তিতে কমিশন তদন্তসংক্রান্ত আদেশ দুটি প্রত্যাহার করে নিয়েছে।

ঢাকা/এসএইচ