রেনেটার ডিভিডেন্ড ঘোষণা

- আপডেট: ০৬:৩১:০৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
- / ১০৩৭৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশে পুঁজিবাজারের তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি রেনেটা লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১৪৫ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫১ টাকা ৯৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ৪১ টাকা ১৭ পয়সা।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আর ২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬৩ টাকা ৮৫ পয়সা।
আগামী ১৮ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ নভেম্বর।
ঢাকা/এমটি